একশো দিনের কাজে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ বাড়ানো হল। রবিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, কর্মসংস্থান বাড়ানোর জন্যই এই পদক্ষেপ। মোট প্রায় ৩০০ কোটি কর্মদিবস তৈরি হবে। বর্ষায় ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানে এই পদক্ষেপ কাজে লাগবে। তিনি বলেন, জনস্বাস্থ্যে সরকারি বরাদ্দ বাড়বে। তৃণমূলস্তরে লগ্নি আরও বাড়ানো হবে। সব জেলায় হাসপাতালে সংক্রামক রোগের আলাদা ব্লক থাকবে। জেলা, ব্লকস্তরে জনস্বাস্থ্য ল্যাবোরেটরি তৈরি হবে। চালু হবে ডিজিটাল হেলথ মিশন। রাজ্যগুলির ঋণ নেওয়ার ঊর্ধ্বসীমা এবছর ডিজিপির ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করা হয়েছে। এর ফলে রাজ্যগুলির হাতে অতিরিক্ত ৪ লাখ ২৮ হাজার কোটি টাকা আসবে। করোনার জন্য অনাদায়ী ঋণকে খেলাপ বা ডিফল্ট বলে ধরা হবে না। দেউলিয়া ঘোষণার ন্যূনতম সীমা ১ কোটি টাকা করা হল। ক্ষুদ্রশিল্পের জন্য দেউলিয়া ঘোষণার বিশেষ সংস্থান করা হবে। নতুন করে দেউলিয়া ঘোষণা একবছর স্থগিত।
নির্মলা আরও জানান, পিএম ই-বিদ্যা প্রকল্পের মাধ্যমে ডিজিটাল শিক্ষা শুরু হবে। ১ থেকে ১২ ক্লাসের জন্য একটি আলাদা টিভি চ্যানেল। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পড়ুয়াদের জন্য দীক্ষা প্রকল্প চালু হবে। তাতে সব শ্রেণীর জন্য ই-কনটেন্ট ও কিউআর কোড যুক্ত পাঠ্যবই থাকবে। রেডিও, কমিউনিটি রেডিও ও পডকাস্টের ব্যাপক ব্যবহার করা হবে। ৩০ মে থেকে প্রথম ১০০টি বিশ্ববিদ্যালয়কে অনলাইন কোর্স চালু করতে দেওয়া হবে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দাবি, জনধন অ্যাকাউন্ট রয়েছে, এমন ২০ কোটি মহিলা গ্রাহকরা পেয়েছেন ১০,০২৫ কোটি টাকা। ২ কোটি ২০ লাখ নির্মাণ শ্রমিক পেয়েছেন ৩,৯৫০ কোটি টাকা, বিনামূল্যের রান্নার গ্যাস পেয়েছেন ৬ কোটি ৮১ লাখ নাগরিক। ১২ লাখ কর্মচারী অনলাইনে পিএফের ৩,৩৬০ কোটি টাকার সুদ তুলেছেন। ৮ কোটি ১৯ লাখ কৃষক ২ হাজার টাকা করে পেয়ে গিয়েছেন। কিষাণ যোজনায় প্রায় ১৬ কোটি টাকা দেওয়া হয়েছে। সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। ৩০০-র বেশি পিপিই সংস্থা তৈরি হয়েছে। ৫১ লাখ পিপিই, ৯৭ লক্ষ এন-৯৫ মাস্ক সরবরাহ করা হয়েছে। ১১ লক্ষ হাইড্রোক্সিক্লোরোকুইন উৎপাদন করা হয়েছে। দিনে ৩ লক্ষ পিপিই এবং লক্ষ লক্ষ মাস্ক তৈরি হচ্ছে।
Post a Comment
Thank You for your important feedback