২ রাজ্যে দুর্ঘটনায় মারা গেলেন ১২ পরিযায়ী শ্রমিক



ঘরে ফেরার পথে মধ্যপ্রদেশ ও বিহারে ফের পরিযায়ী শ্রমিকদের মৃত্যু রাস্তায়। মধ্যপ্রদেশে একটি ট্রাক উল্টে গিয়ে মারা গেলেন তিন মহিলা, আহত ১৭ জন। সোমবার রাতে মাহোবা জেলার ঝাঁসি-মির্জাপুর রোডের মাহুভা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। দিল্লি থেকে এই পরিযায়ী শ্রমিকরা হেঁটে আসছিলেন। পথে উত্তরপ্রদেশ-মধ্যপ্রদেশ সীমান্তে তাঁরা ওই ট্রাকটিতে উঠেছিলেন। পুলিশ জানাচ্ছে, টায়ার ফেটে ট্রাকটি পথের ধারে গর্তে পড়ে যায়। নিহতদের বয়স ৩০ থেকে ৩৮ বছরের মধ্যে। বিহারেও পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন কম করেও ৯ জন পরিযায়ী শ্রমিক। ভাগলপুরের ননগাছিয়ায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ এই দুর্ঘটনা ঘটেছে। ট্রাকে ছিলেন শ্রমিকরা। আহত আরও অনেকে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post