দিল্লি থেকে বিমানে একাই বেঙ্গালুরু ফিরল ‘বীরপুরুষ খুদে’

বয়স তাঁর মাত্র ৫। কিন্তু লকডাউনের আগেই দিল্লিতে আটকে পড়েছিল সে। তাঁর মা আবার বেঙ্গালুরুতে ছিলেন। ফলে লকডাউনের জন্য প্রায় তিনমাস সে মাকে দেখতেই পায়নি। এরজন্য মন খুবই খারাপ হয়েছিল বছর পাঁচেকের বিহান শর্মার। প্রায় দুমাস পর ডোমেস্টিক বিমান পরিষেবা চালু হল সোমবার। এই খবর পেতেই মন চাঙা হয়ে যায় এই খুদের। কিন্তু তাঁকে নিয়ে বেঙ্গালুরু যাবে কে? কিন্তু দিল্লিতে আর মন টিকছে না বিহানের। ছোট বলে কি সে মানুষ না? অগত্যা বিমান সংস্থার দ্বারস্থ তাঁর পরিবার। খুদের মনের অবস্থা আঁচ করেই বিশেষ টিকিট দেওয়া হল। আর ওই বিশেষ টিকিট হাতেই সোমবার সকালে দিল্লি বিমানবন্দর থেকে একাই বিমানে চেপে বসল বছর পাঁচেকের বিহান শর্মা। তাঁর জন্য বিশেষ ব্যবস্থা করেছিল বিমান সংস্থা। ওই বিশেষ টিকিট দেখে বিহানকে বিমানে বসিয়ে দেন বিমান সেবিকারা। এরপর বিমান ওড়ার পরই বেঙ্গালুরুতে জানিয়ে দেওয়া হয় তাঁর মাকে। সেইমতো বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষা করছিলেন বিহানের মা। ওই বিমান বেঙ্গালুরু পৌঁছানোর পরই বিমান সেবিকারা ছোট্ট বিহানকে তাঁর মায়ের কোলে তুলে দিয়েছেন। আর এই খুদের সাহস দেখে প্রশংসায় পঞ্চমুখ বিমানবন্দরের কর্মকর্তা থেকে যাত্রী সকলেই। উল্লেখ্য, লকডাউনের জেরে মাস পরিষেবা বন্ধ থাকায় বিমান সংস্থাগুলি চরম অর্থ সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে। সেই কারণেই দেশে সীমিত সংখ্যায় বিমান চালানোর অনুমতি দিয়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনমন্ত্রক। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post