কথায় আছে গল্পের গরু গাছে ওঠে। কিন্তু হাতিও যে গাছে ওঠার
চেষ্টা করে সেটা জানা ছিলনা। এবার সেটারই দেখা মিলল নেটিজেনদের। মাত্র ৪২
সেকেন্ডের ভিডিও। আর তাতেই হাসির রোল উঠেছে নেটিজেনদের মধ্যে। সোমবার
দুপুরে এই রকমই একটি ঘটনার ভিডিও পোস্ট করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের
আধিকারিক সুশান্ত নন্দা। সেই ভিডিওতে দেখা যাচ্ছে একটি হাতি তালগাছে ওঠার
চেষ্টা করছে। সেটা দেখেই হেসে গড়াগড়ি যাচ্ছেন ভার্চুয়াল জগতে আসক্ত
মানুষজন। সোশাল মিডিয়ার দৌলতে মাঝেমধ্যেই আজগুবি নানান ভিডিও বা ছবি পাওয়া
যায়। সেগুলি নেটিজেনদের যেমন আনন্দের খোরাক দেয়, তেমনই কখনও কখনও দুঃখও
দেয়। কিন্তু এবার মত্ত গজরাজের কাণ্ডকারখানা দেখে তাজ্জব নেটিজেনরা।
ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের আধিকারিক সুশান্ত নন্দার শেয়ার করা ওই ৪২
সেকেন্ডের ভিডিওয় দেখা যাচ্ছে এক বিশালকায় হাতি তালগাছেই চড়ার চেষ্টা
করছে। আসলে হাতিটির উচু তাল গাছের পাতা খাওয়ার শখ হয়েছিল। তাই বিশাল দেহের
কথা ভুলে গিয়েই সে সামনের দুটি পা তালগাছের গুড়িতে সাপোর্ট দিয়ে শুঁড়ে
পাতা ছেড়ার চেষ্টা করছে। অবশেষে সফলও হয় গজরাজ, তাঁর বিশাল দেহের চাপেই
গাছের পাতা ছিঁড়ে নেয় সে। তবে ভিডিওটি ইন্টারনেটে রীতিমতো ভাইরাল হয়েছে।
Post a Comment
Thank You for your important feedback