
আবারও দুর্ঘটনার কবলে পরিযায়ী শ্রমিকের দল। এবার উত্তরপ্রদেশের আরাইয়ার ঘটনা। শনিবার ভোর সাড়ে তিনটে নাগাদ দুটি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে অন্তত ২৪ জন শ্রমিকের। আহত কমপক্ষে ২২ জন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজস্থান থেকে লরিতে চেপেই ঘরে ফেরার চেষ্টা করছিলেন একদল শ্রমিক। তাঁদের অনেকেরই বাড়ি ঝাড়খণ্ড, বিহার ও পশ্চিমবঙ্গ। ভোররাতে আরাইয়া জেলার মিহৌলির কাছে জাতীয় সড়কে দুটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে পুলিশ। আউরিয়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অর্চনা শ্রীবাস্তব জানিয়েছেন, ২৪ জনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। এছাড়াও ২২ জনকে হাসপাতালে ভরতি করা হয়েছে। তাঁদের গুরুতর আহত ১৫ জনকে সেইফাই পিআইজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্যসচিব (স্বরাষ্ট্র) আওয়ানিশ আওয়াস্তি জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই দুর্ভাগ্যজনক ঘটনার দিকে নজর রেখেছেন। মৃত শ্রমিকদের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি আহতদের দ্রুত সব রকমের চিকিৎসা প্রদানের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী’। শনিবার সকালেই কানপুরের কমিশনার এবং আইজি কানপুর ঘটনাস্থলে যাবেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার কারণ নিয়ে দ্রুত তদন্তকরে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশ সরকার সূত্রে জানা গিয়েছে দুর্ঘটনায় বাংলার বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁদের সনাক্তকরণের কাজ চলছে।
Post a Comment
Thank You for your important feedback