৩১ মে পর্যন্ত বাড়ল লকডাউন




সোমবার থেকে দেশজুড়ে শুরু হতে চলেছে চতুর্থ লকডাউন। এটি চলবে ৩১ মে পর্যন্ত। জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ রবিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে ৩১ মে পর্যন্ত লকডাউন চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। কেন্দ্র ও সব রাজ্যকে কঠোরভাবে এই নির্দেশ পালন করতে বলা হয়েছে। এর আগে পাঞ্জাব ছাড়াও মহারাষ্ট্র, তামিলনাডু ৩১ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর কথা ঘোষণা করেছে। ২৯ মে পর্যন্ত লকডাউন বাড়িয়েছে তেলেঙ্গানা। ১৯ মে পর্যন্ত লকডাউন বাড়িয়েছে কর্নাটক। লকডাউন বাড়ানোর পক্ষেই মত দিয়েছে অসমও। ২৫ মার্চ থেকে ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা হয়েছিল। তারপর তা বাড়ানো হয় ১৫ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত। তৃতীয় দফায় তা বাড়ে ১৭ মে পর্যন্ত। অন্তর্দেশীয় বিমান চলাচলের জল্পনার মধ্যেই তাদের বুকিং বাতিল করে দিয়েছে এয়ার ইন্ডিয়া। এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, সরকারের নির্দেশের পর তারা ফের বুকিং চালু করবে। সূত্রের খবর, চতুর্থ দফার লকডাউন নিয়ে শনিবার উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও তাঁর মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা। জানা গিয়েছে, রবিবার রাত ৯ টায় সব রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজীব গৌবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশেষ বৈঠক করবেন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post