দিল্লির রাষ্ট্রপতি ভবনে কর্মরত পুলিশের এক অ্যাসিসিটান্ট সাব ইন্সপেক্টর করোনা পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর সেখানকার অনেক পুলিশকর্মী ও কর্মচারীকে কোয়েরান্টাইনে পাঠানো হয়েছে। ওই পুলিশ অফিসারের অফিস রাষ্ট্রপতি ভবনের ভিতরে। গতমাসে এক কর্মচারীর করোনা সংক্রমণে মৃত্যুর পর রাষ্ট্রপতি ভবনের চৌহদ্দির মধ্যে ১১৫টি বাড়িকে কোয়ারেন্টাইন করা হয়েছিল। তখন রাষ্ট্রপতি ভবনের কোনও কর্মীই পজিটিভ হননি। ওই কর্মীর আত্মীয় ১৩ এপ্রিল কো-মর্বিডিটিজ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি ওই কর্মীর বাড়িতে ঘুরতে এসেছিলেন। সেই কর্মীর বাড়ির সাতজনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। তাদের একজনের পজিটিভ ধরা পড়লেও বাকিরা নেগেটিভ ছিলেন।
।
Post a Comment
Thank You for your important feedback