
ফের আটকানো হল বিজেপি রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষের গাড়ি। রবিবার সকালে তিনি আমফানের ক্ষয়ক্ষতি সরেজমিনে দেখতে যাচ্ছিলেন। এগরায় দলীয় কর্মিসভা করারও কথা ছিল তাঁর। গাড়ি এগোতেই পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের কাছে শ্রীকৃষ্ণপুরে কাছে তাঁকে বাধা দেওয়া হয়। জানা গিয়েছে, তিনি গেলে আইনশৃঙ্খলার অবনতি হবে বলেও জানায় পুলিশ। বিজেপির অভিযোগ, অবরোধকারীরা তৃণমূলের সমর্থক। বেশ কিছুক্ষণ আটকে থাকতে হয় তাঁকে। সেখানে উপস্থিত ছিল কাঁদানে গ্যাস, লাঠি নিয়ে বিশাল পুলিশবাহিনী। ছিলেন থানার অফিসাররাও। পরে গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করেন দিলীপবাবু। কিছু পরে পুলিশ বিক্ষোভকারী হটিয়ে দিলে দিলীপবাবুর কনভয় এগিয়ে যায়। সেসময় খানিকটা উত্তেজনা সৃষ্টি হয়। তিনি তমলুকে পৌঁছে যান। দিলীপবাবুকে আটকানোর প্রতিবাদে মহিষাদলে পথ অবরোধ করেন বিজেপির কর্মীরা। দিলীপবাবু বলেন, তাঁকে এভাবেই কোথাও যেতে দেওয়া হচ্ছে না। বাধা দিচ্ছে পুলিশ প্রশাসন। তৃণমূল ভয় পাচ্ছে। তৃণমূলের নেতারা যেখানে খুশি ঘুরে বেড়াচ্ছেন, আটকানো হচ্ছে বিজেপির সাংসদদেরই। যে এলাকায় তিনি যাচ্ছেন, সেটি তাঁর নির্বাচনী এলাকাতেই পড়ে। এদিন বিজেপি নেতা সায়ন্তন বসুকেও হেনস্থা করা হয় হুগলির উত্তরপাড়ায়। অভিযোগ, তৃণমূল নেতা দিলীপ যাদবের নেতৃত্বে এই বিক্ষোভ দেখানো হয়। প্রতিবাদে সোমবার বিজেপির কর্মীরা জেলায় বিক্ষোভ দেখাবেন।
Post a Comment
Thank You for your important feedback