আলো, জলের দাবিতে বিক্ষোভ অব্যাহত

 
 বিদ্যুৎ, জলের দাবিতে বিক্ষোভ চলছেই। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত নানা জায়গায় আলো, জলের দাবিতে অতিষ্ঠ মানুষ রাস্তায় নেমে আসেন। একাধিক জায়গায় বিক্ষোভ চরম আকার নেয়। তবে স্বরাষ্ট্র দফতরের তরফে টুইট করে রবিবার দাবি করা হয়, সরকারকে সিইএসসি জানিয়েছে, তারা যাদবপুর, সেলিমপুর, মুকুন্দপুর, সার্ভে পার্ক, পাটুলি, রিজেন্ট এস্টেট, এনএসসি বোস রোড, বেহালা চৌরাস্তা, জেমস লং সরণী, শীলপাড়া, লেকটাউন, যশোর রোড, নাগেরবাজার, রাসবিহারি কানেক্টর, বি বি চ্যাটার্জি স্ট্রিটে বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দিতে পেরেছে। তারা জানিয়েছে, গড়িয়া, বাঁশদ্রোণী, কেষ্টপুর, বাগুইহাটি, তেঘড়িয়া, সল্টলেক, নিউটাউন, বারাসাত, তমলুক, এগরা, কাঁথি, কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, গয়েশপুর ও কল্যাণীর মতো বহু জায়গায় বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দিয়েছে বিদ্যুৎ পর্ষদ।
এদিকে, উত্তর ২৪ পরগনার অশোকনগরে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ নেই। অশোকনগর হরিপুর মোড় ঘোষপারা এলাকার বাসিন্দাদের জানানো হয়েছিল, শনিবার রাতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। কিন্তু তা হয়নি। তাই রবিবার সকালে বিদ্যুৎ বিভাগের শ্রমিকরা কাজে যাবার সময় এলাকার বাসিন্দারা তাদের আটকে রাখেন। পরে বিশাল পুলিশবাহিনী গিয়ে লাঠিহাতে আটক শ্রমিক এবং গাড়িগুলিকে বিক্ষোভ মুক্ত করে। দক্ষিণ ২৪ পরগনার আক্রা বাইপাস রোড কুড়ি নম্বর ওয়ার্ডে বিদ্যুতের দাবিতে এলাকাবাসীরা পথ অবরোধ করেন। পুলিশ অবরোধ তুলতে গেলে এলাকাবাসীর সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে। বেশ কয়েকটি অটো এবং বাইক ভাঙচুর হয় এবং বাইক পড়ানো হয়। পুলিশের লাঠির আঘাতে এক মহিলার মাথা ফাটে এবং বেশ কয়েকজন আহত হন আন্দোলনকারী। জল ও বিদ্যুতের দাবিতে উত্তেজিত মধ্যমগ্রামের দোলতলা অঞ্চলের মানুষরা। রবিবার ওই অঞ্চলের উত্তেজিত জনতা জাতীয় সড়কের উপর যশোর রোডে চলন্ত গাড়িতে ইট বৃষ্টি ও পাথর ছুঁড়তে শুরু করে। নিমেষে রণক্ষেত্রের চেহারা নেয় ওই এলাকা।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post