CBSE দশম ও দ্বাদশের পরীক্ষা হবে দেশের ১৫,০০০ কেন্দ্রে


কেন্দ্রীয় বোর্ডের (CBSE) দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দেশের ১৫ হাজার কেন্দ্রে নেওয়া হবে। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক সোমবার এই তথ্য জানিয়েছেন। করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় গত ২৫ মার্চ থেকে দেশজোড়া লকডাউন চলছে। এর জেরেই এই গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলি স্থগিত রাখা হয়েছিল। চতুর্থ দফার লকডাউন শেষ হলেই আগামী ১ থেকে ১৫ জুলাইয়ের মধ্যে বকেয়া পরীক্ষাগুলি নেওয়ার কথা আগেই জানিয়েছিল মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। তবে তখন জানানো হয়েছিল ৩০০০ পরীক্ষাকেন্দ্রে এই পরীক্ষা হবে। কিন্তু প্রশ্ন উঠেছিল, সামাজিক দূরত্ববিধি মেনে এই বিপুল সংখ্যক পরীক্ষার্থীদের পরীক্ষার হলে বসানো হবে কীভাবে? দাবি উঠেছিল, করোনা রোধে সামাজিক দূরত্ববিধি মানার জন্য অতিরিক্ত জায়গার। এবার কেন্দ্রীয় মন্ত্রী সেই অতিরিক্ত জায়গা দেওয়ার কথাই বলেছেন। যাতে সুরক্ষাবিধি মেনে পরীক্ষার্থীদের বসানো যায় তাই আরও ১২,০০০ পরীক্ষাকেন্দ্রের ব্যবস্থা করল কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, কন্টেনমেন্ট জোনে কোনও পরীক্ষাকেন্দ্র রাখা হচ্ছে না। পাশাপাশি পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর জন্য প্রয়োজনীয় পরিবহনের ব্যবস্থা করতে বলা হয়েছে সংশ্লিষ্ট রাজ্য সরকারকে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post