আমফানে ক্ষয়ক্ষতি দেখতে শীঘ্রই রাজ্যে আসছে কেন্দ্রীয় দল



অতি প্রবল ঘূর্ণিঝড় আমফান রাজ্যের তটরেখায় আছড়ে পড়ার পর কয়েকঘন্টা ধরে তাণ্ডব চালায় দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা বুঝতেই লেগে যায় পরের দিন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে দাঁড়িয়ে জানিয়েছিলেন, বাংলার ক্ষয়ক্ষতি প্রায় লক্ষ কোটি টাকা। তিনি প্রধানমন্ত্রীকে নিজে এসে পরিস্থিতি খতিয়ে দেখে যাওয়ার অনুরোধ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সময় নেননি একমুহূর্ত। ৪৮ ঘন্টার মধ্যেই কলকাতায় পৌঁছে যান তিনি। এরপর মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে সঙ্গে নিয়ে সরজমিনে পরিদর্শন করেন উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার বিস্তীর্ণ ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা। পরে রাজ্যের জন্য এক হাজার কোটি টাকার আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেন। পাশাপাশি তিনি বলেছিলেন, কেন্দ্রীয় দল রাজ্যে আসবে ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনে রাজ্যকে সাহায্য করবে। এবং ক্ষয়ক্ষতির হিসাব করে রিপোর্ট দেবে। এই আবহেই ঘূর্ণিঝড় আমফানের ক্ষয়ক্ষতি মাপতে পশ্চিমবঙ্গে আসছে কেন্দ্রীয় দল। সোমবার রাতেই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, খুব তাড়াতাড়ি স্বরাষ্ট্রমন্ত্রকের একটি দল আমফানের ক্ষয়ক্ষতি পর্যালোচনা করতে পশ্চিমবঙ্গে যাবে। সূত্রের খবর, প্রথম দলটি আগামী সপ্তাহের শুরুতেই কলকাতায় চলে আসবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী গত শুক্রবার বসিরহাটে প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপালকে পাশে নিয়েই সাংবাদিক বৈঠক করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, আপাতকালীন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গকে ১০০০ কোটি টাকা দেওয়া হবে। এরপর রাজ্য সরকার ক্ষয়ক্ষতির সঠিক মূল্যায়ণ করে কেন্দ্রের কাছে পাঠালে প্রয়োজনে আরও সাহায্য করতে প্রস্তুত তাঁরা। এবার প্রতিনিধি দল পাঠিয়ে আমফানে ক্ষতির পরিমান দেখতে ও পরিকাঠামোগত পরামর্শ দিতে চাইছে কেন্দ্র। এখন দেখার এই প্রতিনিধি দল নিয়ে কী প্রতিক্রিয়া দেয় নবান্ন। যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, এখন রাজনীতি করার সময় নয়। আমফানে যা ক্ষতি হয়েছে সেটা রাজ্যের একার সামলানোর ক্ষমতা নেই।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post