পরিযায়ী শ্রমিকদের খাবার, যাতায়াতের ব্যবস্থা বিনামূল্যে করতে হবেঃ সুপ্রিম কোর্ট

কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে পরিযায়ী শ্রমিকদের বিনামূল্যে খাবার, যাতায়াতের ব্যবস্থা ও বাসস্থানের ব্যবস্থা করতে হবে। পরিযায়ী শ্রমিকদের পরিস্থিতি নিয়ে একটি মামলায় এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টের ভিত্তিতে দেশের শীর্ষ আদালত নিজে থেকেই এই মামলার শুনানি করে। ওই সমস্ত রিপোর্টের প্রসঙ্গ তুলেই দেশের শীর্ষ আদালত কেন্দ্র ও রাজ্য কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলিকে নোটিস পাঠিয়েছে। আগামী ২৮ মের মধ্যে এর উত্তর দিতে বলেছে। বিচারপতি অশোক ভূষণ, সঞ্জয় কিষান কৌল এম আর শাহের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার বলেন, অনেক জায়গা থেকে তাঁরা চিঠি পাচ্ছেন পরিযায়ী শ্রমিকদের নানান সমস্যা নিয়ে। যদিও শীর্ষ আদালত এও বলেছে, বিভিন্ন রাজ্য ও কেন্দ্রীয় সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য কিছু কাজ করেছে। তবে সেটা যে যথেষ্ট নয় সেটাও জানিয়েছে শীর্ষ আদালত। তাঁদের পর্যবেক্ষণ, এই লকডাউন পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের সাহায্যের প্রয়োজন। বিভিন্ন ক্ষেত্রেই পরিযায়ীরা অভিযোগ করছেন, যে তাঁরা খাবার ও পানীয় জল পাচ্ছেন না। এমনকি রাস্তাতেও কোনও সাহায্য মিলছে না সরকারের কাছ থেকে। মেলেনি পর্যাপ্ত বাস ও ট্রেন পরিষেবা। ফলে সুপ্রিম কোর্ট কেন্দ্র ও রাজ্যের সলিসিটার জেনারেলদের আগামী বৃহস্পতিবারই কী কী পদক্ষেপ করা হয়েছে জানিয়ে শীর্ষ আদালতে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, এর আগে সুপ্রিম কোর্টই একটি মামলার পরিপ্রেক্ষিতে জানিয়েছিল, পরিযায়ীদের রাস্তায় হাঁটা বন্ধ করা তাঁদের পক্ষে সম্ভব নয়। এবার অবস্থান বদলে পরিযায়ী শ্রমিকদের ইস্যুতে কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে অনেকটাই কঠিন পরিস্থিতিতে ফেলে দিল দেশের শীর্ষ আদালত।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post