দেশে আক্রান্ত দেড় লাখ পেরোল, আরও এক বিমানযাত্রীর সংক্রমণ

 
দেড় লাখ ছাড়িয়ে গেল দেশের করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মারা ,৩৮৭ জন আক্রান্ত হয়েছেন, মারা গিয়েছেন ১৭০ জন। দেশে মোট সংক্রমিত এখন ,৫১,৭৬৭ জন। মোট মৃত ,৩৩৭ জন। ২১ মে থেকে প্রতিদিনই ভারতে আক্রান্তের সংখ্যা হাজারের উপরে। সংক্রমণ কমার লক্ষণ নেই মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাতে। মঙ্গলবার মহারাষ্ট্রে এখনও পর্যন্ত সবথেকে বেশি সংক্রমণের খবর এসেছে। একদিনে মারা গিয়েছেন ৯৭ জন, আক্রান্ত ,০৯১। মোট মৃত ,৭৯২, আক্রান্ত ৫৪,৭৫৮। মুম্বইয়ে ৩৯ জনের মৃত্যুর খবর এসেছে। পুনেয় মারা গিয়েছেন জন। অন্যদিকে, মঙ্গলবারের পর বুধবার এক বিমানযাত্রীর দেহে সংক্রমণ ধরা পড়েছে। এয়ার ইন্ডিয়ার দিল্লি-লুধিয়ানা উড়ানে ওই যাত্রীর সংক্রমণ জানার পরই সব বিমানযাত্রীকেই নিয়ে যাওয়া হয়েছে সরকারি কোয়ারেন্টাইনে। মঙ্গলবারই ইন্ডিগোর চেন্নাই-কোয়েমবাত্তুরের উড়ানে এক যাত্রীর সংক্রমণ ধরা পড়েছিল। ওই উড়ানে ৯৩ জন যাত্রী ছিলেন। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post