রাজ্যের সব ধর্মস্থানের দরজা ১ জুন থেকে খুলে যাচ্ছে। তবে সামাজিক দূরত্ববিধি মেনে একসঙ্গে ১০ জনের বেশি নয়। কোনও জমায়েত চলবে না। শুক্রবার নবান্নে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৮ জুন থেকে খুলবে অফিসও। তিনি বলেন, গাদাগাদি করে ট্রেনে এত লোক যদি আসতে পারে, তা হলে মন্দির, মসজিদ খুলতে কোথায় অসুবিধা। বরং এই সঙ্কটে মানুষ একটু প্রার্থনার সুযোগ পাবে। বহুদিন ধরে মন্দির, মসজিগ, গুরুদ্বারগুলো বন্ধ। কোথাও সাপ-ব্যাঙ ঢুকে বসে আছে। কোথাও ইঁদুর-বাদুড় ঢুকে আছে। পরিষ্কার করতে অন্তত ৭২ ঘন্টা সময় লাগবে। তাই সোমবার ১ জুন থেকে খোলা যেতে পারে সব ধর্মস্থান। তিনি এদিনই বেসরকারি বাস পরিষেবা নিয়ে নির্দিষ্ট নিয়ম বেঁধে দিয়েছেন। বাসে যে কটা আসন, সেই কজন যাত্রী নিয়েই চলতে হবে। কেউ দাঁড়িয়ে যাতায়াত করবেন না বেসরকারি বাসে। চালক, কনডাক্টরদের মাস্ক, গ্লাভস ব্য়বহার করতে হবে।। লোকাল ট্রেনের আসনে ৩ জনের বেশি যাত্রী না বসার পরামর্শ দেন তিনি। আমফান বিধ্বস্ত সাতটি জেলায় ত্রাণের জিনিসপত্র পাঠানো হচ্ছে। শুক্রবার থেকে সেই ত্রাণ ও ওষুধ, বেবি ফুড পাঠানো হবে। তিনি জানান, ঘূর্ণিঝড় আমফানে যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ২০০০০ টাকা করে দেওয়া হবে।
Post a Comment
Thank You for your important feedback