শনিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়ে দিল ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল সোয়া লাখ। সরকারি ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী শনিবার সকাল পর্যন্ত ভারতে করোনা আক্রান্ত ১,২৫,১০১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে ৬৬৫৪ জনের শরীরে পাওয়া গিয়েছে সংক্রমণ। এক সপ্তাহের মধ্যে এটা দ্বিতীয়বার, যে একদিনে নতুন করে আক্রান্ত হলেন ৬ হাজারের বেশি মানুষ। শেষ এক সপ্তাহে গড়ে পাঁচ হাজারের বেশি মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছেন। ফলে চিন্তিত বিশেষজ্ঞমহল। শনিবার পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩,৭২০ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৩৭ জনের। চতুর্থ দফার লকডাউন চলছে দেশে। তবে এই দফায় অনেকগুলি ক্ষেত্রে ছাড় দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। খুলেছে দোকানপাট, অফিস। আংশিক চালু হয়েছে গণ পরিবহন। ফলে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে বলেই দাবি চিকিৎসকরা।
তবে বিশেষজ্ঞদের একাংশের দাবি, করোনা পরীক্ষার সংখ্যা বাড়তেই আক্রান্তের সংখ্যা বাড়ছে। আগের থেকে অনেক বেশি পরীক্ষা করা হচ্ছে বর্তমানে। যদিও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দাবি, সুস্থতার হারও সন্তোষজনক। চতুর্থ দফার লকডাউনে দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন প্রায় ৪১ শতাংশ মানুষ। পাশাপাশি সংক্রমণের হারও কমেছে অনেকটা। ভারতে কয়েকটি শহরেই করোনা সংক্রমণের হার সবচেয়ে বেশি। মুম্বই, অহমদাবাদ, পুনে, দিল্লি, কলকাতা, ইন্দোর, থানে, জয়পুর, চেন্নাই এবং সুরাট শহরে করোনা হটস্পট হিসেবে দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে বলেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দাবি।
Post a Comment
Thank You for your important feedback