ফের দিলীপ ঘোষের গাড়ি আটকালো পুলিশ, গড়িয়ায় উত্তেজনা

আমফান বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগণার কয়েকটি এলাকা পরিদর্শণে যাচ্ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার সকালেই তাঁর গাড়ি আটকে দিল পুলিশ। শহর থেকে বের হওয়ার মুখেই গড়িয়া ঢালাই ব্রিজের মুখে তাঁর গাড়ি আটকায় পুলিশ। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। রাস্তা ব্যারিকেড করে পুলিশ অবশ্য একমুখি রাস্তা আটকেছে বলেই দাবি দিলীপ ঘোষের। পুলিশি বাধার মুখে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। দিলীপ ঘোষের, কলকাতা পুলিশ শহরে ঢোকার রাস্তায় কোনও নাকা চেকিং করছে। কিন্তু শহর থেকে বের হওয়ার রাস্তা আটকাচ্ছে। এর থেকেই বোঝা যাচ্ছে এদের আসল উদ্দেশ্য কী? তিনি আরও বলেন, পুলিশ শাসকদলের দলদাসে পরিনত হয়েছে আগেই। ওদের শুধু আসল উদ্দেশ্য বিজেপিকে আটকানো। গতকালই এলাকার সাংসদ বিভিন্ন জায়গায় ঘুরেছেন বিনা বাধায়। কিন্তু দিলীপ ঘোষ বেরোলেই যত সমস্যা? প্রশ্ন ক্ষুব্ধ দিলীপের। এরপরই ক্ষুব্ধ দিলীপের হুঙ্কার, ‘দেখি পুলিশ কতক্ষণ আটকায়, প্রয়োজনে হেঁটেই যাব’।  
অপরদিকে রাজ্য সভাপতিকে আটকে দেওয়া হয়েছে খবর পেয়ে সেখানে ভিড় জমাতে শুরু করে বিজেপি কর্মী-সমর্থকরা। এরপরই তৎপরতা শুরু করে পুলিশ। আশেপাশে জমতে থাকা ভিড় হটিয়ে দিতে দেখা যায় পুলিশকর্মীদের। এমনকি সেখানে আনা হয়েছে কাঁদানে গ্যাসের সেলও। পাটুলি ঢালাই ব্রিজের কাছে যথেষ্ট উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলেই দাঁড়িয়ে দিলীপ ঘোষের গাড়ি। সেইসঙ্গে আটকে রয়েছে আরও বেশ কয়েকটি সাধারণ মানুষের গাড়ি। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post