এত দেরিতে সেনা কেন, প্রশ্ন রাজ্যপাল, দিলীপের


এত দেরিতে সেনা কেন। প্রশ্ন তুললেন রাজ্যপাল জগদীপ ধনকড়, বিজেিপর রাজ্য সভাপতি দিলীর ঘোষের। রাজ্যপাল টুইটে সেইসঙ্গে তিনি জুড়েছেন, মৃতের সংথ্যা বাড়িয়ে দেখানোয় কোনও লাভ নেই। মানুষের দুঃখদুর্দশায় তিনি ব্যথিত। দিলীপবাবু বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য সরকার ব্যর্থ। পরিস্থিতি সামলাতে না পেরে এখন সেনাবাহিনীর সাহায্য চাইতে হচ্ছে। ৮ মে কেন্দ্রীয় সরকার ঝড় সংক্রান্ত নির্দেশিকা পাঠায় রাজ্যকে। রাজ্যের কী প্রস্তুতি জানতে চাওয়া হয়। আগেই সেনা নামানোর কথা বলেছিল বিজেপি, দাবি দিলীপবাবুর। রবিবারই দিলীপবাবু ক্ষয়ক্ষতি দেখতে পশ্চিম মেদিনীপুর রওনা হন। অন্য এলাকাতেও যাবেন বিজেপির নেতারা। তাঁরা দলের সভাপতি জে পি নাড্ডাকে রিপোর্ট দেবেন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post