সাত সকালেই রাস্তায় নেমে গাছ কাটলেন দিলীপ ঘোষ

 
গত বুধবার রাজ্যের কয়েকটি জেলায় আছড়ে পড়েছিল অতি প্রবল ঘূর্ণিঝড় আমফান। এরপর কেটে গিয়েছে চারদিন। কিন্তু এখনও কলকাতা ও আশেপাশের অঞ্চলে রাস্তার ওপর পড়ে রয়েছে অসংখ্য গাছ। ফলে যানবাহন চলাচলে যেমন সমস্যা হচ্ছে ভোগান্তি বাড়ছে এলাকাবাসীদেরও। আবার এলাকায় বিদ্যুৎ সংযোগ দিতেও সমস্যায় পড়ছেন রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা ও সিইএসসি কর্মীদের। 
এই পরিস্থিতিতে নিজেই রাস্তায় নেমে পড়ে থাকা গাছ সরানোর উদ্যোগ নিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা খড়গপুরের সাংসদ দিলীপ ঘোষ। পড়নে সাদা হাফ প্যান্ট ও সাদা টি-শার্ট, সোমবার সাতসকালে সল্টলেকের রাস্তায় রাস্তায় ঘুরলেন তিনি। এমনিতেই রোজ প্রাত:ভ্রমণ করেন। এদিনও তাই বেড়িয়েছিলেন। তবে ঘূর্ণিঝড়ের দাপটে রাস্তার ওপর হুমড়ি খেয়ে পড়া গাছ কেটে সরিয়ে ফেলার কাজে হাত লাগালেন তিনি। ফলে এদিন তাঁর হাতে কখনও উঠল দা বা কুড়ুল। নির্ধিদায় কাটলেন একের পর এক গাছের ডালপালা। নিজেই সেগুলি টেনে সরিয়ে ফেললেন রাস্তার ধারের ফুটপাথে। সঙ্গে ছিলেন কয়েকজন মাত্র অনুগামী। গাছ কেটে রাস্তা পরিস্কার করার পাশাপাশি কথা বললেন স্থানীয় কয়েকজন বাসিন্দাদের সঙ্গেও। 
 এরকমই দৃশ্য দেখা গেল সল্টলেকের কয়েকটি ব্লকে। দিলীপ ঘোষের কটাক্ষ, ‘সরকারের অজুহাত রয়েছে। কর্মীর আকাল রয়েছে। তাই ঘূর্ণিঝড়ের চারদিন পরও রাস্তায় পড়ে রয়েছে অসংখ্য গাছ। কিন্তু আমাদের হাতে দা-কুড়ুল রয়েছে আর দুটি হাত রয়েছে। তাই আমরাই গাছ কেটে পরিস্কার করে দিলাম’। উল্লেখ্যআমফান পরবর্তী পর্যায়ে কার্যত স্তব্ধ হয়ে যায় মহানগর। দু-তিন দিন বিদ্যুৎপানীয় জল না থাকায় বেশ কিছু জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষএবার সরাসরি রাস্তায় নেমে পড়ে থাকা গাছ কেটে রাস্তা পরিষ্কার করে সাধারণ মানুষের ক্ষোভ আরও উস্কে দিয়ে কুশলি চাল দিলেন বিজেপি রাজ্য সভাপতি। 
 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post