প্রয়াত প্রবাদপ্রতিম হকি খেলোয়াড় বলবীর সিং

 
হকির প্রবাদপ্রতিম খেলোয়াড় বলবীর সিং সিনিয়রের মৃত্যু হয়েছে। বয়স হয়েছিল ৯৬ বছর। সোমবার সকালে চণ্ডীগড়ের মোহালির এক হাসপাতালে প্রয়াত হন তিনি। সপ্তাহ ধরে গুরুতর অসুস্থ ছিলেন তিনি। লন্ডন, হেসলিঙ্কি মেলবোর্নে তিনবারের অলিম্পিক গোল্ড মেডেলিস্ট বলবীরের এক কন্যা তিন পুত্র রয়েছে। তিনবার অলিম্পিকে ভারতীয় হকি দলকে নেতৃত্ব দেওযার জন্য হকিপ্রেমীরা তাঁকে স্মরণে রাখবেন। ১৯৭৫ সালে ছিলেন জাতীয় দলের ম্যানেজার। সেবার স্বর্ণপদক জিতেছিল তাঁর টিম। বলবীর ছিলেন দুর্দান্ত সেন্টার ফরওয়ার্ড। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বাছাই করা ১৬ জন অনন্য ক্রীড়াব্যক্তিত্বের তালিকায় তিনিই ছিলেন একমাত্র ভারতীয়। ১৯৫২ সালে হেলসিঙ্কি অলিম্পিকের ফাইনালে তাঁর সর্বোচ্চ গোলের রেকর্ড এখনও পর্যন্ত অটুট। তিনি করেছিলেন পাঁচটি গোল। ১৯৫৭ সালে পেয়েছিলেন পদ্মশ্রী। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post