
ঘূর্ণিঝড় আমফান রাজ্য থেকে বিদায় নিয়েছে প্রায় ৪৮ ঘন্টা হতে চলল। কিন্তু এখনও শহর কলকাতা ও আশেপাশের এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়নি। গোটা কলকাতাকে কার্যত রাস্তায় নামিয়ে এনেছে রাজ্য প্রশাসন। কিন্তু প্রশাসনের চূড়ান্ত অসহযোগিতায় যেন নতুন করে ঝড় বইছে শহরবাসীর ওপর দিয়ে। বলার লোক অজস্র, শোনার কেউ নেই। এখনও রাস্তায় রাস্তায় পড়ে আছে গাছ, উপড়ে পড়ে রয়েছে বিদ্যুতের খুঁটি। পানীয় জল নেই, নেই বিদ্যুত্, মোবাইল পরিষেবা বিপর্যস্ত। যেন ‘নেই রাজ্যে’ বাস করছেন দক্ষিণবঙ্গের সাধারণ মানুষ। কলকাতার অবস্থাও খুব সঙ্গীন। দেখে বোঝার উপায় নেই এটা কলকাতা না কাকদ্বীপ। দুদিন পরও জরুরি পরিষেবাগুলি চালু করতে পারেনি রাজ্য প্রশাসন। কলকাতার কসবা, নেতাজিনগর, লেক গার্ডেন্স, ট্যাংরা, বিজয়গড়, মদন মিত্র লেন এলাকায় শুক্রবার বিক্ষোভ দেখিয়েছেন এলাকার মানুষ। একই কারণে বিক্ষোভ জেলার আন্দুল, বেলঘরিয়াতেও। বেশিরভাগ এলাকাতেই মূল ক্ষোভ স্থানীয় কাউন্সিলরদের উপর। এই বিপর্যয়ের দিনেও দেখা নেই স্থানীয় কাউন্সিলরদের। ফোন করেও পাওয়া যাচ্ছে মোবাইল নেটওয়ার্ক না থাকায়। কলকাতার কসবায় এদিন দুপুরেই রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। রাস্তার ওপরই দুদিন ধরে পড়ে রয়েছে গাছ। সরানোর কোনও উদ্যোগ নেই পুরসভার। তাই এদিন নিজেরাই হাত লাগিয়েছেন গাছ কাটার কাজে। নেতাজিনগরেও রাস্তার ওপর পড়ে থাকা গাছের নীচ দিয়ে প্রাণ হাতে যাতায়াত করছেন এলাকাবাসী। দেখা নেই পুরকর্মীদের। লেক গার্ডেন্সের অবস্থা আরও সঙ্গীন। ঘরের ওপরেই ভেঙে পড়েছে গাছ। জায়গায় জায়গায় পড়ে রয়েছে বিদ্যুতের খুঁটি। নেই বিদ্যুৎ,পানীয় জল। এদিন এলাকাবাসী কাউন্সিলরের ওপর ক্ষোভ উগড়ে দিয়েছেন। একই কারণে ট্যাংরা, বিজয়গড়, মদন মিত্র লেনেও বিক্ষোভ হয়েছে এদিন।
Post a Comment
Thank You for your important feedback