
পাকিস্তানের একটি যাত্রীবাহি বিমান ভেঙে পড়ল করাচিতে। বিমানে কম করেও ১০০ জন যাত্রী ছিলেন। শুক্রবার করাচির জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মডেল কলোনির জনবহুল আবাসিক এলাকাতেই এই দুর্ঘটনা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, সেখান থেকে কালো ধোঁয়া উড়ছে। উদ্ধারের কাজে নেমেছেন পুলিশ ও দমকলকর্মীরা। পাকিস্তানের অসামরিক বিমান পরিবহনের মুখপাত্র আবদুল সাত্তার খোক্কার জানান, বিমান ৯৯ যাত্রী ও ৮ জন বিমানকর্মী ছিলেন। এ-৩২০ বিমানটি লাহোর থেকে আসছিল। মাত্র কয়েকদিন আগেই পাকিস্তানে করোনার লকডাউনের পর বিমান পরিষেবা চালু হয়েছিল। গতবছরও পাকিস্তান বিমান সংস্থার একটি বিমান গিলগিট অঞ্চলে ভেঙে পড়লেও তাতে কারও প্রাণহানি হয়নি। ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনও জানা যায়নি। করাচির সব হাসপাতালকে জরুরি ভিত্তিতে তৈরি থাকতে বলা হয়েছে।
Post a Comment
Thank You for your important feedback