সুপার সাইক্লোন' আমফান এখন 'এক্সট্রিমলি সিভিয়ার'

 
সুপার সাইক্লোন আমফান এখন খানিকটা শক্তি হারিয়ে 'অতি ভয়ঙ্কর' ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। সুপার সাইক্লোন হল ঘণ্টায় ২২২ কিমি বা তার থেকে বেশি গতিবেগে ঝড় হলে। অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বা 'এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোন' ঘণ্টায় ১৬৭-২২১ কিমি গতিবেগ হলে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গ ও ওডিশার উপকূলের কাছে যত এগিয়ে আসছে আমফান, তত সেই গতিবেগ খানিকটা হলেও কমছে। বিকেল সাড়ে পাঁচটায় আমফানের গতি ছিল ঘণ্টায় ১৮ কিলোমিটার। সেইসময় আমফান ছিল দিঘার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে ৫১০ কিলোমিটার দূরে। ওডিশার পারাদ্বীপ থেকে ৩৬০ ও বাংলাদেশের খেপুপাড়া থেকে ৬৫০ কিলোমিটার দূরে। ইতিমধ্যেই দিঘায় শুরু হয়েছে প্রবল বৃষ্টি, সমুদ্রে জলোচ্ছ্বাস। বৃষ্টি হচ্ছে কলকাতাতেও। বুধবার বিকেলে কলকাতায় হাওয়ার গতিবেগ হবে ১১০ থেকে ১৩০ কিলোমিটার ঘণ্টায়। সকালে তা থাকবে ৭৫ থেকে ৮৫ কিলোমিটার ঘণ্টায়।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post