খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটকে বিভ্রান্তিমূলক বলে জানাল টুইটার কর্তৃপক্ষ। টুইটার জানিয়েছে, মেল-ইন ব্যালটে বিশাল ভোট জালিয়াতি হবে বলে ট্রাম্প যে টুইট করেছেন তা অসত্য। তারা মেল-ইন ব্যালট নিয়ে বিস্তারিত তথ্য ট্রাম্পের টুইটে সঙ্গে জুড়ে দিয়েছে। সেই লিঙ্কে আরও অনেক তথ্যভাণ্ডারের হদিশ দেওয়া আছে। টুইটারের এই কাজে ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তারা হস্তক্ষেপ করছে। স্বাধীন মতপ্রকাশে বাধা দিচ্ছে তারা। প্রেসিডেন্ট হিসেবে তিনি তা হতে দিতে পারেন না। টুইটারের বক্তব্য তারা টুইটে অন্য তথ্যসূত্রগুলি ধরিয়ে দিতে চেয়েছে। তবে এরপরও টুইটার ট্রাম্পের অন্য টুইট নিয়ে ব্যবস্থা নেবে কিনা তা পরিষ্কার নয়। টুইটারের বক্তব্য, ট্রাম্প তাদের নীতির বিরুদ্ধে কিছু করেননি। তিনি লোককে ভোটদানে বিরত থাকতেও বলেননি। কিন্তু প্রেসিডেন্টের দাবি নিয়ে তারা কিছু প্রাসঙ্গিক সূত্র তুলে ধরেছে।
Post a Comment
Thank You for your important feedback