ভারতে বেকারির হার বেড়ে হল ২৪.৩ শতাংশ। এই সপ্তাহের সরকারি হিসেবে দেখা যাচ্ছে, তা আগের সপ্তাহের তুলনায় বেশি। সিএমআইই-র সমীক্ষা জানাচ্ছে, গত ৮ সপ্তাহের গড়ের তুলনায় বেকারি বেড়েছে। ২৫ মে শহরের কর্মহীন ছিল ২৪.৫, গ্রামাঞ্চলে ২৩.৭ শতাংশ।। তারা জানাচ্ছে, লকডাউনে বেকারির হার মোটামুটি একই জায়গায় থাকলেও শ্রমিকদের কাজে যোগদান অন্য বাস্তব তুলে ধরছে। এখন শ্রমিকরা কাজ চাইছেন। ভিন রাজ্য ফেরত শ্রমিকরা এখন কাজের সন্ধানে রয়েছে। শ্রমবাজারের হাল জানাচ্ছে, তাঁরা কাজও খুঁজে পাচ্ছেন। শহুরে বেকারের সংখ্যাগ্রমের থেকে বেশি। এপ্রিলে সবথেকে বেশষি বেকার ছিল পুদুচেরিতে, ৭৫.৮ শতাংশ। তারপরই তামিলনাড়ু, ৪৯.৮ শতাংশ।
Post a Comment
Thank You for your important feedback