চতুর্থ দফার লকডাউনে কনটেনমেন্ট জোন কোথায় তা ঠিক করার স্বাধীনতা দেওয়া হল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে। তারাই নিজেদের রাজ্যে রেড, অরেঞ্জ ও গ্রিন জোন কোথায়, তা ঠিক করবে। নিজেদের বিবেচনামতো আরও কিছু বিষয় তারা বন্ধ রাখতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রবিবার তৃতীয় দফার লকডাউনের শেষদিনে জানিয়েছে, আগের মতোই সন্ধ্যা সাতটা থেকে সকাল সাতটা পর্যন্ত লোক চলাচল নিষিদ্ধ থাকবে। বিমান, মেট্রো বন্ধ থাকবে। দশবছরের নীচে শিশু এবং ৬০ বছরের বেশি বয়স্কদের বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। কনটেনমেন্ট জোন বাদ দিয়ে রাজ্যের ভিতর যান চলাচল করবে। চলবে যাত্রীবাহী গাড়ি। বাসও। তবে বন্ধ থাকবে স্কুলকলেজ, হোটেল, মল, রেস্তোরাঁ, জিম। সিনেমা হল, সুইমিং পুল, বিনোদন পার্ক, থিয়েটারও বন্ধ। স্পোর্টস কমপ্লেক্স ও স্টেডিয়াম খুলতে পারে, তবে দর্শক ছাড়া। নিষিদ্ধ থাকছে সবরকম সামাজিক ও বিনোদনমূলক অনুষ্ঠান। বন্ধ ধর্মীয় স্থানও। রেস্তোরাঁ খোলা থাকেব শুধু হোম ডেলিভারির জন্যই। নিষিদ্ধ বড় জমায়েত। একমাত্র যেখানে কোয়ারেন্টাইন কেন্দ্র রয়েছে সেগুলি ছাড়া।
চতুর্থ দফার লকডাউনে কনটেনমেন্ট জোন কোথায় তা ঠিক করার স্বাধীনতা দেওয়া হল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে। তারাই নিজেদের রাজ্যে রেড, অরেঞ্জ ও গ্রিন জোন কোথায়, তা ঠিক করবে। নিজেদের বিবেচনামতো আরও কিছু বিষয় তারা বন্ধ রাখতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রবিবার তৃতীয় দফার লকডাউনের শেষদিনে জানিয়েছে, আগের মতোই সন্ধ্যা সাতটা থেকে সকাল সাতটা পর্যন্ত লোক চলাচল নিষিদ্ধ থাকবে। বিমান, মেট্রো বন্ধ থাকবে। দশবছরের নীচে শিশু এবং ৬০ বছরের বেশি বয়স্কদের বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। কনটেনমেন্ট জোন বাদ দিয়ে রাজ্যের ভিতর যান চলাচল করবে। চলবে যাত্রীবাহী গাড়ি। বাসও। তবে বন্ধ থাকবে স্কুলকলেজ, হোটেল, মল, রেস্তোরাঁ, জিম। সিনেমা হল, সুইমিং পুল, বিনোদন পার্ক, থিয়েটারও বন্ধ। স্পোর্টস কমপ্লেক্স ও স্টেডিয়াম খুলতে পারে, তবে দর্শক ছাড়া। নিষিদ্ধ থাকছে সবরকম সামাজিক ও বিনোদনমূলক অনুষ্ঠান। বন্ধ ধর্মীয় স্থানও। রেস্তোরাঁ খোলা থাকেব শুধু হোম ডেলিভারির জন্যই। নিষিদ্ধ বড় জমায়েত। একমাত্র যেখানে কোয়ারেন্টাইন কেন্দ্র রয়েছে সেগুলি ছাড়া।
Post a Comment
Thank You for your important feedback