
আবারও রেকর্ড করোনা সংক্রমণের। করোনায় একদিনে সবথেকে বেশি আক্রান্ত হওয়ার রেকর্ড হল রবিবার। গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৮,৩৮০ জন। মোট আক্রান্ত দাঁড়াল ১,৮২,১৪৩। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, একদিনে মারা গিয়েছেন ১৯৩ জন। মোট মৃত ৫,১৬৪। এই অবস্থায় কেন্দ্রীয় সরকারের ঘোষণামতো ‘আনলক ১’ নিয়ে সংশয়ে বিজ্ঞানী-বিশেষজ্ঞরা। এই বিশেষজ্ঞদের মধ্যে রয়েছেন আইসিএমআর-এর রিসার্চ গ্রুপের দুই বিজ্ঞানী। তাঁদের তিনটি সংগঠনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, করোনার গোষ্ঠী সংক্রমণ যে এদেশে শুরু গিয়েছে, তা প্রতিষ্ঠিত সত্য। করোনাকে নির্মূল করা এই পর্যায়ে অসম্ভব। যদিও বারবার সরকারের পক্ষ থেকে গোষ্ঠী সংক্রমণ বা কমিউনিটি ট্রান্সমিশনের কথা অস্বীকার করা হয়েছে। লকডাউন সত্ত্বেও সংক্রমণ কমেনি। সব পূর্বাভাস ব্যর্থ হয়েছে। সরকার সংক্রমণ বিশেষজ্ঞদের সঙ্গে কথা বললে ভালো হত। এরই সঙ্গে যুক্ত হয়েছে পরিযায়ী শ্রমিকদের সমস্যা। অন্যদিকে, বিভিন্ন বণিকসভা ও ব্যবসায়ী সংগঠন লকডাউন অনেকটাই তুলে নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। অ্যাসোচেম, ইইপিসি-র মতো সংগঠন ও সংস্থা জানিয়েছে, এই সিদ্ধান্তে আর্থিক পুনরুজ্জীবনে সাহাযয হেব।
Post a Comment
Thank You for your important feedback