পঞ্চম দপায় পর্যটন শিল্পে মিলতে পারে বিশেষ ছাড়


করোনা ভাইরাস ও লকডাউনের যাঁতাকলে পড়ে হাসফাঁস অবস্থা পর্যটন শিল্পের। চতুর্থ দফার লকডাউন শেষ হচ্ছে, এবার পঞ্চম দফার জন্য চিন্তাভাবনা করছে কেন্দ্রীয় সরকার। তবে এই দফায় আরও কয়েকটি ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। অর্থাৎ লকডাউন অনেকটাই শিথিল হবে বলেই ইঙ্গিত মিলেছে। কেন্দ্র এবার কার্যত ভেঙে পড়া পর্যটন শিল্পকে ফের চাঙ্গা করতে উঠেপড়ে লেগেছে। এই শিল্প পুনরুদ্ধারেও বিশেষ নজর দিচ্ছে কেন্দ্র। শীঘ্রই পর্যটন পরিষেবা ফের চালুর চিন্তাভাবনা করা হচ্ছে। ভারতের বেস কয়েকটি রাজ্য আবার পর্যটনের ওপরই দাঁড়িয়ে। ফলে পর্যটকদের আনাগোনা বন্ধ হতেই ওই সমস্ত রাজ্যগুলির আর্থিক অবস্থা খারাপ হয়েছে। যেমন আন্দামান, গোয়া, পুঁদুচেরি, কেরল, রাজস্থান, কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ড, আসাম, মেঘালয়ের মতো রাজ্যগুলি মূলত পর্যটনের ওপরই নির্ভরশীল। সূত্রের খবর, এই সমস্ত রাজ্যগুলিও কেন্দ্রের কাছে পর্যটনে শিথিলতা দাবি করেছে। পাশাপাশি পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত সংগঠনগুলিও দাবি করছে তাঁদের ছাড় দেওয়া হোক। ফলে কেন্দ্রীয় সরকার বর্তমান পরিস্থিতিতেই পর্যটন শিল্প নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে। কিভাবে এই শিল্প ঘুরে দাঁড়াতে পারে তার রূপরেখা তৈরির কাজ চলছে। জানা যাচ্ছে পঞ্চম দফার লকডাউনের মধ্যেই কম সংখ্যক পর্যটককে অনুমতি দিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড় করাতে চাইছে। সামাজিক দূরত্ব মেনেই পর্যটকরা যাতে ঘোরাঘুরি করতে পারেন সেটাও দেখা হচ্ছে। তবে পর্যটকদের ঘোরার আগে অবশ্যই স্বাস্থ্য পরীক্ষা হবে। মোবাইলেও আরগ্য সেতু অ্যাপ থাকা বাধ্যতামূলক। তবে এক্ষেত্রে রাজ্যগুলির অনুমতির ওপর আনেকটাই নির্ভার করছে। পর্যটন শিল্পের সঙ্গে জড়িত হোটেল, রেস্তরাঁ, পরিবহন ক্ষেত্রগুলিও চালু করার অনুমতি দেওয়া হতে পারে। তবে পুরোটাই সুরক্ষাবিধি মেনে। পঞ্চম দফার লকডাউনেই জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলি ফের চালুর পথেই হাঁটছে কেন্দ্র। তাই আর দেরী কেন? দীর্ঘদিনের লকডাউনের মন খারাপ কাটাতে ব্যাগ গুছিয়ে বেড়িয়ে পড়ার প্রস্তুতি শুরু করে দিতেই পারেন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post