মহারাষ্ট্রে লকডাউন বাড়ল ৩১ মে পর্যন্ত

 
লকডাউন ৩১ মে পর্যন্ত বাড়িয়ে দিল মহারাষ্ট্র। সে রাজ্যে করোনায় সংক্রমণ ৩০ হাজার ছাড়িয়েছে। মারা গিয়েছেন ১,১৩৫ জন। দেশের মধ্যে সবথেকে বেশি। মহারাষ্ট্রের মুখ্যসচিব অজয় মেহতা জানিয়েছেন, কখন পর্যায়ক্রমে লকডাউন তোলা হবে তা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। চতুর্থ পর্বে কিছু ছাড় দেওয়া হবে। গ্রিন ও অরেঞ্জ জোনে আরও কিছু পরিষবা চালু হতে পারে। এখন কেবলমাত্র অত্যাবশ্যক পরিষেবাই চালু থাকবে। বিশেষকরে, মুম্বই ও পুনেয় নজর থাকবে বেশি। রেড জোন মালেগাঁও ও সোলাপুরেও নিয়ন্ত্রণ থাকবে কঠোর। আপাতত বিমান ও ট্রেন পরিষেবা কিছু ক্ষেত্রে সোমবার থেকে চালু হলেও পুরো পরিষেবা এখনই চালু হওয়ার সম্ভাবনা নেই। বিহার, তামিলনাডু, কর্নাটক ট্রেন ও বাসের পুরো পরিষেবা মে মাসের শেষের আগে চালু করার বিরোধী। প্রথমে গত ২৪ মার্চ ২১ দিনর জন্য লকডাউন জারি হয়েছিল। তারপর দ্বিতীয় দফায় তা বাড়ানো হয় ৩ মে পর্যন্ত। তৃতীয় দফায় তা বাড়ে ১৭ মে পর্যন্ত। চতুর্থ দফায় যে লকডাউন চলবে, তার পরিষ্কার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post