মার্চ থেকে লকডাউন চলছে জার্মানিতে। গোড়ার দিকে লকডাউন নিয়ন্ত্রণের প্রতিবাদ জানাচ্ছিলেন হাতেগোণা মানুষজন। পরে ধীরে ধীরে তা ব্যাপক আকার নিয়েছে। জার্মানির বড় বড় শহকে জড়ো হচ্ছে হাজার হাজার লোক। তার মোকাবিলায় তৈরি হচ্ছে পুলিশও। অনেকেই ২০১৫ সালে ইউরোপের উদ্বাস্তু সঙ্কটের সময় মুসলিম বিরোধী আন্দোলনের সঙ্গে তুলনা করছেন। প্রশ্ন উঠে গিয়েছে করোনা মোকাবিলায় মার্কেলের নেতৃত্ব নিয়েও। পাঁচবছর আগে পরিযায়ী বিরোধী মনোভাবে সওয়ার হয়ে জনুপ্রিয় হয়েছিলেন মার্কেল। এখন অতি দক্ষিণপন্থী পার্টি এএফডি খোলাখুলি মার্কেলের লকডাউনের নীতির বিরোধিতায় নেমে পড়েছে। সমীক্ষায় দেখা গিয়েছে, চারজন জার্মানের একজন মার্কেলের নীতির বিরোধী আন্দোলনের সমর্থক। তবে সংখ্যাগরিষ্ঠ জার্মানই লকডাউনের সমর্থক। বিশেষজ্ঞরা বলছেন, করোনার প্রকোপ কেটে গেলে চাকরিবাকরি, অর্থনৈতক সঙ্কটই সামনে আসবে। সেটাই হবে মার্কেলের বড় চ্যালেঞ্জ।
মার্চ থেকে লকডাউন চলছে জার্মানিতে। গোড়ার দিকে লকডাউন নিয়ন্ত্রণের প্রতিবাদ জানাচ্ছিলেন হাতেগোণা মানুষজন। পরে ধীরে ধীরে তা ব্যাপক আকার নিয়েছে। জার্মানির বড় বড় শহকে জড়ো হচ্ছে হাজার হাজার লোক। তার মোকাবিলায় তৈরি হচ্ছে পুলিশও। অনেকেই ২০১৫ সালে ইউরোপের উদ্বাস্তু সঙ্কটের সময় মুসলিম বিরোধী আন্দোলনের সঙ্গে তুলনা করছেন। প্রশ্ন উঠে গিয়েছে করোনা মোকাবিলায় মার্কেলের নেতৃত্ব নিয়েও। পাঁচবছর আগে পরিযায়ী বিরোধী মনোভাবে সওয়ার হয়ে জনুপ্রিয় হয়েছিলেন মার্কেল। এখন অতি দক্ষিণপন্থী পার্টি এএফডি খোলাখুলি মার্কেলের লকডাউনের নীতির বিরোধিতায় নেমে পড়েছে। সমীক্ষায় দেখা গিয়েছে, চারজন জার্মানের একজন মার্কেলের নীতির বিরোধী আন্দোলনের সমর্থক। তবে সংখ্যাগরিষ্ঠ জার্মানই লকডাউনের সমর্থক। বিশেষজ্ঞরা বলছেন, করোনার প্রকোপ কেটে গেলে চাকরিবাকরি, অর্থনৈতক সঙ্কটই সামনে আসবে। সেটাই হবে মার্কেলের বড় চ্যালেঞ্জ।
Post a Comment
Thank You for your important feedback