
এবারে মাসির বাড়ি যাওয়া হচ্ছে না জগন্নাথের। নিজের বাড়িতেই তৈরি হবে মাসির বাড়ি। কারণ করোনার থাবায় এবার আটকাল রথের চাকা। ৬২৪ বছরের পুরোনো হুগলির মাহেশের ঐতিহ্যবাহী রথ এবছর আর গড়াবে না। ঐতিহ্যে পুরীর রথের পরেই স্থান পায় মাহেশের রথযাত্রা। চলতি বছরে করোনা ভাইরাসের সংক্রমণে ত্রস্ত গোটা বিশ্বই। করোনা সংক্রমণ ঠেকাতে বিশ্বজুড়েই চলছে লকডাউন। তাই এবার রথযাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নিল মাহেশের ট্রাস্টি বোর্ড। করোনা সংক্রমণ যাতে না ছড়ায় তার জন্য সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলছেন চিকিৎসক মহল থেকে প্রশাসন। মাহেশের ট্রাস্টি বোর্ডের প্রধান সৌমেন অধিকারি জানিয়েছেন, প্রতিবছর মাহেশে রথযাত্রা উপলক্ষ্যে লক্ষ মানুষের সমাগম হয়।
বার করোনা ভাইরাসের সংক্রমণের কারণে এত মানুষের সমাগম হলে মুসকিল। তিনি আরও জানিয়েছেন, প্রশাসনের নির্দেশেই সবকিছু চলছে এই সংকটময় পরিস্থিতিতে। তাই প্রশাসনের অনুরোধেই এবার মাহেশের রথযাত্রা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হল বলেই জানিয়ে দিয়েছে ট্রাস্টি বোর্ড। তবে রথযাত্রা স্থগিত হলেও রীতিনীতি মেনে পুজা ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান যথারীতি চলবে। মন্দিরেই তৈরি হবে মাসির বাড়ি। সেখানেই রথের কটা দিন থাকবেন প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। সৌমেনবাবু আরও বলেন, ৬২৪ বছরের ইতিহাসে মাহেশের রথ বের হয়নি এমন ইতিহাস নেই। কিন্তু এবার করোনা ভাইরাসের থাবা অতিমারির রূপ নিয়েছে। তাই গণ সংক্রমণের ভয়েই লক্ষাধিক মানুষের সমাগম হতে দেওয়া যায়না। উল্লেখ্য এবছর ৫ জুন জগন্নাথ দেবের স্নানযাত্রা ও ২৩ জুন রথযাত্রা।
ছবি: মাহেশের ট্রাস্টি বোর্ডের বৈঠক…

Post a Comment
Thank You for your important feedback