
দ্বিতীয় দফার মোদি সরকারের প্রথম বর্ষপূর্তি। কিন্তু করোনা আবহে এবারের বর্ষপূর্তি আর জাঁকজমক করে পালণ করছে না বিজেপি। আর দ্বিতীয় দফার প্রথম বর্ষপূর্তিতেই দেশবাসীর উদ্দেশ্যে চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই চিঠিতে রয়েছে করোনা দুর্দশা, লকডাউন, পরিযায়ী শ্রমিকদের কাহিনী, আমফান থেকে শুরু করে এয়ার স্ট্রাইক পর্যন্ত সবই। চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘এই প্রচণ্ড সংকটের সময় এরকম দাবি করা সম্ভব নয় যে কারোর কোনও কষ্ট হয়নি। আমাদের পরিযায়ী শ্রমিকরা, ছোট শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এবং আরও অনেক সহ-নাগরিক দুঃসহ কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। তবে এই কষ্ট যাতে বিপর্যয়ে পরিণত না হয়, তার জন্য সবরকম ভাবে চেষ্টা চালাচ্ছি আমরা’। তিনি আরও লিখেছেন, অর্থনৈতিক ক্ষেত্রে নিজেদের ক্ষমতা দিয়ে ১৩০ কোটি ভারতীয় যে শুধু বিশ্বকে চমকে দিতে পারে, তাই নয়, অনুপ্রাণিতও করতে পারে। এখন এটা সময়ের চাহিদা যে আমরা আত্মনির্ভর হয়ে উঠি। সংকট কাটানোর একটাই উপায় – ‘আত্মনির্ভর ভারত’ গড়ে তোলা।
Post a Comment
Thank You for your important feedback