
গত শুক্রবার তেলেঙ্গানার ওয়ারাঙ্গলে একটি গ্রামের কুয়ো থেকে ৯ জনের দেহ উদ্ধার হয়েছিল। মৃতদের মধ্যে ৬ জন পশ্চিমবঙ্গের বাসিন্দা ও ৩ জন বিহারের। যারা প্রত্যেকেই পরিযায়ী শ্রমিক হিসেবে স্থানীয় এক ব্যাগের কারখানায় কাজ করতেন। এই ঘটনার তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। কাজ হারিয়ে আত্মহত্যা নয়, বরং পরকীয়া সম্পর্কের টানাপোড়েনেই খুন হয়েছেন ওই ৯ জন। একই পরিবারের ৬ জন সহ ৯ পরিযায়ী শ্রমিকের দেহ একটি কুয়ো থেকে উদ্ধার হওয়ায় প্রথমে মনে করা হয়েছিল অর্থকষ্টেই আত্মহত্যা করেছেন সকলে। পরে তেলেঙ্গানা পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে উঠে আসে ওই বাঙালি পরিবারের এক বিবাহবিচ্ছিন্না মহিলার সঙ্গে এই বিহারি যুবকের একটি সম্পর্ক ছিল। তা নিয়ে নিজেদের মধ্যেই গন্ডগোল চলছিল। জানা যাচ্ছে, গত মার্চে একটি খুনের ঘটনা ঘটেছিল। সেই ঘটনা জানাজানি হতেই তেলেঙ্গানায় খুন হতে হল ৯ জনকে। মূল অভিযুক্ত সঞ্জয় যাদবকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ৬ বছর আগে বিহার থেকে এসে ওয়ারঙ্গলের ওই ব্যাগ ফ্যাক্টারিতে কাজ নিয়েছিলেন। ওয়ারঙ্গলের পুলিশ কমিশনার ভি রবীন্দ্র জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন করে, সিসিটিভি ফুটেজ ও ময়নাতদন্তের রিপোর্ট ও বিভিন্ন তথ্যপ্রমাণ খতিয়ে দেখে আমরা জানতে পারি এটা ঠান্ডা মাথায় খুন। আত্মহত্যার কোনও ঘটনাই নয়। এরপরই পুরোনো খুনের ঘটনার সূত্রে মূল অভিযুক্ত সঞ্জয় যাদবকে ধরে পুলিশ। জানা গিয়েছে, নিজের প্রেমিকা ওই বাঙালি বিবাহবিচ্ছিন্না মহিলাকেও কুয়োয় ফেলে খুন করেছে সে।
Post a Comment
Thank You for your important feedback