পরিযায়ী শ্রমিকের ভিড় সামলাতে হিমসিম বিহার

 

পরিযায়ী শ্রমিকদের নিয়ে মহা সমস্যায় পড়েছে বিহার। মে মাসে এপর্যন্ত সেরাজ্যে এসেছেন লাখ ১০ হাজার পরিযায়ী। মাসের মাঝামাঝি আরও ৮৫ হাজার আসার কথা। এই বিপুল পরিমাণ মানুষের স্বাস্থ্যপরীক্ষা করতে গিয়ে সরকারের হিমসিম অবস্থা। শনিবার সরকারের তরফে জানানো হয়েছে, নন্দরবার, দিল্লি, মুম্বই, আমেদাবাদ থেকে ট্রেনে যাঁরা এসেছেন তাঁদের মধ্যে ১,১০০টি নমুনা পরীক্ষা করে ৪৪ জনের জনের রিপোর্ট পজিটিভ এসেছে। বিশেষকরে, রেড জোন থেকে যাঁরা আসছেন, গত সপ্তাহ থেকে তাঁদের মধ্যে হাজার জনের পরীক্ষা শুরু হয়েছে। গত কয়েকদিনে গড়ে রোজ ২০ হাজার লোক ট্রেন ও রাজ্যের ৬টি সীমান্ত দিয়ে সড়কপথে এসেছেন। বিহারের স্বাস্থ্যদফতরের হাতে বড়জোর দিনে ১৮০০টি নমুনা পরীক্ষার ক্ষমতা রয়েছে। ৬টি হাসপাতালে করা হচ্ছে ১৪০০-১৫০০।

দুটি বেসরকারি ল্যাবোরেটরিতেও পয়সা দিয়ে পরীক্ষা করা যেতে পারে। বিহারের স্বাস্থ্যসচিব সঞ্জয় কুমার জানিয়েছেন, পরিস্থিতি উদ্বেগজনক। আমরা কোয়ারেন্টাইনের সবাইকে পরীক্ষা করতে পারব না। আইসিএমআরকে ব্যবস্থা আরও উন্নত করতে বলা হয়েছে। এছাড়া, বহু লোক লুকিয়ে চুরিয়ে ঢুকে পড়ছেন। এখন বাধ্য হয়েই গ্রামপ্রধানদের বলা হয়েছে, নতুন কেউ এলেই তা জানাতে। ইতিমধ্যেই ১০ কোটি ৪০ লাখ লোকের নমুনা পরীক্ষা হয়েছে। মাথাব্যথা হয়ে উঠেছেন পরিযায়ীরাই। ২৫ এপ্রিল বিহারে ১৬ হাজার জনের পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে ২৩৯ জনের সংক্রমণ ধরা পড়েছিল। ১০ মে রাজ্যে ৩৫ হাজার পরীক্ষায় ৬২৯ জনেক পজিটিভ হয়েছে। ৩,৫০০ কোয়ারেন্টাইন সেন্টারে ২১ দিন রাখার ক্ষমতা রয়েছে সা়ড়ে তিন লাখ পরিযায়ী শ্রমিকের।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post