রহস্যময় তালাচোর ও করোনা


প্যারিসের পার্কগুলিতে কেউ রাতে এসে নিঃশব্দে তালা খুলে নিয়ে চলে যাচ্ছে। শহরের ছোট ছোট অ্যাপার্টমেন্টে বসা যাঁদের, তাঁদের কাছে সেই রহস্যময় লোকটি হয়ে উঠেছে হিরো। ইউরোপের সবথেকে জনহুল রাজধানী শহরে সব পার্কই এখন চেন দিয়ে বন্ধ। আট সপ্তাহেরও বেশি আগে করোনাভাইরাসের ধাক্কায় তালা বন্ধ হয়ে গিয়েছে পার্কগুলি।
অবশেষে গ্রিন জোনে খুলেছে পার্ক। কিন্তু বন্ধই রয়েছে রেড জোনের পার্ক। শহরের মেয়র অ্যানে হিন্দানগো জানিয়েছেন, লোকজন মাস্ক পরলে পার্ক খুলে দেওয়া যেতে পারে। প্যারিসে গরম বাড়ছে। এখনই তা ৩০ ডিগ্রি সেলসিয়াস। তাই রাতে ওই শখের তালা চোর গিয়ে সুযোগ করে দেয় বাকিদের, যাতে তাঁরা ঘাসে বসতে পারেন, গোলাপের গন্ধ শুঁকতে পারেন।
সেই রহস্যময় মানুষটির নাম জোস। তাঁর দাবি, পার্কগুলিকে গরিবদের জন্য খুলে দিতেই ব্যাটম্যানের মতো তাঁর নৈশ অভিযান। বেলভিলের পার্কের রেলিংয়ে ঝুলছে পোস্টার, “ধন্যবাদ, জোস।” পার্ক বন্ধ করা নিয়ে প্যারিসে বাড়ছে ক্ষোভ। গত দুদিনে দুবার পুলিশকে লে ইনভালিদসের লন থেকে পিকনিকের জন্য জড়ো হওয়া লোকজনকে সরাতে হয়েছে। সঁ মার্তার ক্যানালের পার থেকে শয়ে শয়ে লোককে এর আগে হটাতে হয়েছে পুলিশকে।
লকডাউনে বড়লোকরা তাদের গ্রামের বাড়িতে চলে গেলেও উপায় নেই গরিবদের। এই রোদ ঝলমলে ভরা বসন্তে তাদের থাকতেই হচ্ছে ছোট ঘরের ফ্ল্যাটে। মেয়র পার্ক খোলার পক্ষে থাকলেও বাগড়া দিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ে ভেরাঁ। তাঁর যুক্তি, পার্ক খুলে দিলে সামাজিক দূরত্ব বিধি শিকেয় উঠবে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post