প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কিছুটা বিড়ম্বনার মধ্যেই ফেলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত ও চিনের মধ্যে সীমান্ত সমস্যা সমাধানে অযাচিতভাবে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন তিনি। বলেছেন, মোদির সঙ্গে তাঁর কথা হয়েছে। ভালো বন্ধু মোদির মন ভালো নেই। সেইসঙ্গে তাঁর মন্তব্য, ভারতের মিডিয়া তাঁকে পছন্দ করে। আমেরিকার মিডিয়ার থেকেও বেশি। মোদি একজন নিপাট ভদ্রলোক। ভারতের তরফে বলা হয়েছে, গত ৪ এপ্রিলের পর থেকে ট্রাম্পের সঙ্গে কোনও কথা হয়নি মোদির।
চিনের সঙ্গে সমস্যা নিয়ে তো নয়ই। ট্রাম্পের সঙ্গে শেষ কথা হয়েছিল হাইড্রোক্সিক্লোরোকুইন পাঠানো নিয়ে। ট্রাম্প বলেছেন, ভারত ও চিনের মধ্যে বিরাট সংঘাত তৈরি হয়েছে। দুই দেশেরই ১৪০ কোটি নাগরিক রয়েছে। দুই দেশই খুশি নয়। আমি বলছি, মোদির সঙ্গে আমার কথা হয়েছে। অন্যদিকে, ভারতের বিদেশমন্ত্রক থেকে জানানো হয়েছে, চিনের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ হচ্ছে। এই সমস্য তারা নিজেরাই মিটিয়ে নেবে। চিনের সরকারি সংবাদমাধ্যমেরও একইরকম প্রতিক্রিয়া। তারা বলেছে, এর আগে ডোকলাম নিয়েও নিজেদের মধ্যেই সমস্যার সমাধান করেছে দুই দেশ।
Post a Comment
Thank You for your important feedback