প্রতিদিনই দেশে নতুন রেকর্ড হচ্ছে করোনা সংক্রমণের। শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে, একদিনে আক্রান্ত হয়েছেন ৭,৪৬৬ জন, মৃত ১৭৫ জন। দেশে সংক্রমিতের মোট সংখ্যা হয়েছে ১,৬৫,৭৯৯। মারা গিয়েছেন মোট ৪,৭০৬ জন। সুস্থ হয়েছেন আক্রান্তদের ৪২.৮ শতাংশ। শুক্রবার মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯,৫৪৬। তামিলনাড়ুতে ১৯,৩৭২, দিল্লিতে ১৬,২৮১, গুজরাতে ১৫,৫৬২ জন। কেরলে মৃত্যু হয়েছে আরও একজনের। তিনি বিদেশ থেকে ফিরেছিলেন। গুরগাঁওয়ে আরও ১৮টি এলাকাকে কনটেনমেন্ট জোনে আনা হয়েছে। সেখানে মোট কনটেনমেন্ট জোন হল ৬৩। বৃহস্পতিবারই কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজীব গৌবা কলকাতা সহ ১৩টি শহরের পুর কমিশনার ও জেলাশাসকদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।
Post a Comment
Thank You for your important feedback