পরিযায়ী শ্রমিকদের মৃত্যু নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, রেল বোর্ড, বিহার ও উত্তরপ্রদেশ সরকারের কাছে নোটিশ পাঠাল জাতীয় মানবাধিকার কমিশন। শ্রমিক স্পেশাল ট্রেনে শ্রমিকদের জন্য জল ও খাবার দেওয়া হচ্ছে না কেন, তাও জানতে চেয়েছে তারা। স্বতঃপ্রণোদিত হয়ে কমিশন বলেছে, ট্রেন সময়মতো ছাড়ছে না। গন্তব্যে পৌঁছতেও প্রচুর সময় লাগছে। দীর্ঘসময় কষ্টে থাকায় একাধিক শ্রমিক মারা গিয়েছে। গত ১ মে থেকে চালু হয়েছে এই শ্রমিক স্পেশালগুলি। ২৫ মার্চ থেকে বিভিন্ন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের নিজেদের রাজ্যে ফেরানোর জন্যই এই ব্যবস্থা। এক বিবৃতিতে তারা বলেছে, মুজফফরপুরে ২ জন, দানাপুর, সাসারাম, গয়া, বেগুসরাই ও জেহানাবাদে ১ জন করে শ্রমির মারা গিয়েছেন। এরা সবাই খাবারের অভাবে মারা গিয়েছেন। তারা বলেছে, গুজরাতের সুরাত থেকে বিহারে সিওয়ানে আসার জন্য ১৬ মে একটি ট্রেন রওনা হয়ে ৯ দিন পরে পৌঁছয় ২৫ মে। এইসব খবর সত্য হলে, তা মানবাধিকার লঙ্ঘনের চূড়ান্ত উদাহরণ। এর জন্য দায়ী দুই রাজ্য সরকার। রেলের মনোভাব বর্বরতার সীমায়।
Post a Comment
Thank You for your important feedback