এবার করোনার থাবা বেলেঘাটা আইডি হাসপাতালের কর্মী আবাসনেও। সূত্রের খবর, ওই আবাসনের ৭ জনের দেহে মিলল করোনা ভাইরাসের অস্তিত্ব। তাঁদের ওই হাসপাতালেই চিকিৎসা চলছে। উল্লেখ্য, বেলেঘাটা আইডি-কে পুরোপুরি কোভিড হাসপাতালে পরিণত করেছে রাজ্যের স্বাস্থ্যদফতর। এবার এই হাসপাতালের কর্মী আবাসনেই করোনা ভাইরাসের হানা। ফলে যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে আবাসনে। জানা গিয়েছে, আক্রান্তদের শারীরিক আবস্থা বর্তমানে স্থিতিশীল। তবে তাঁরা কীভাবে করোনা সংক্রমিত হলেন, সেটাই খতিয়ে দেখছে স্বাস্থ্যদফতর। এর আগে ওই সাতজনের করোনা উপসর্গ দেখা দেওয়ায় তাঁদের হাসপাতালেই ভর্তি করা হয়। তাঁদের লালারসের নমুনা সংগ্রহ করে পাঠানো হয় পরীক্ষার জন্য। বুধবারই সাতজনের রিপোর্ট পজেটিভ আসে। কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য স্বপন সমাদ্দার জানিয়েছেন, ‘তিন গ্রুপ ডি কর্মীর পরিবারের সাতজন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের চিকিৎসা শুরু হয়েছে। প্রতিদিনই সমস্ত কর্মীদের শারীরিক পরীক্ষা করা হয় বলেই দাবি করেছেন স্বপনবাবু। উল্লেখ্য, এর আগেও এই আবাসনে করোনা আক্রান্ত হয়েছিলেন কয়েকজন।
Post a Comment
Thank You for your important feedback