
এবার করোনার থাবা রাজ্য মন্ত্রিসভায়। রাজ্যের দমকলমন্ত্রী কোভিড-১৯ পজিটিভ হলেন। তবে তাঁর কোনও করোনা উপসর্গ নেই বলেই জানা গিয়েছে। তাই হাসপাতালে ভর্তি না হয়ে তিনি বাড়িতেই আইসোলেশনে রয়েছেন আপাতত। সূত্রের খবর, কয়েকদিন আগে দমকলমন্ত্রীর বাড়ির এক পরিচারিকার শরীরে করোনা ভাইরাসের খোঁজ মিলেছিল। সেই কারণেই মন্ত্রীর বাড়ির পাঁচজনের লালারসের নমুনা পরীক্ষা করা হয়। বৃহস্পতিবারই সেই নমুনার রিপোর্ট আসে। সেখানে দেখা যায় দমকলমন্ত্রী, তাঁর স্ত্রী ও আরেক পরিচারিকা করোনা আক্রান্ত হয়েছেন। তবে মন্ত্রীর ছেলে ও মেয়ের রিপোর্ট নেগেটিভ এসেছে। অপরদিকে মন্ত্রী করোনা আক্রান্ত হওয়ায় চিন্তিত রাজ্যের স্বাস্থ্যদফতর। বিগত কয়েকদিন তিনি এলাকায় এলাকায় ঘুরেছেন। আমফানে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে গিয়ে উদ্ধারকার্যে তদারকি করেছেন। পাশাপাশি ত্রাণবিলিও করেছেন দমকলমন্ত্রী। ফলে কারা কারা তাঁর সংস্পর্শে এসেছিলেন তাঁদের চিহ্নিত করার কাজ শুরু করেছে রাজ্যের স্বাস্থ্যদফতর। অপরদিকে আরও এক তৃণমূল বিধায়কও করোনা আক্রান্ত হয়েছেন। দিন চারেক আগেই তাঁর শরীরে কোভিড-১৯ ভাইরাসের হদিশ মিলেছিল। পাশাপাশি বিধায়কের দুই মেয়ে ও দুজন ছায়াসঙ্গীও করোনা আক্রান্ত হয়েছেন। তাঁদের বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে। যদিও তৃণমূল বিধায়ক এখন অনেকটাই স্থিতিশীল বলে ওই হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। আচমকাই রাজ্যের দুই রাজনীতিবিদ করোনা আক্রান্ত হওয়ায় চিন্তিত রাজ্যের রাজনৈতিক মহল। কারণ বিভিন্ন সময়ে তাঁদের সাধারণ মানুষের মধ্যে যেতে হয়। তবে এই প্রথম রাজ্য মন্ত্রিসভার কোনও সদস্য করোনা পজিটিভ হলেন।
Post a Comment
Thank You for your important feedback