ইতিহাস তৈরি হল মহাকাশে। এই প্রথম কোনও বেসরকারি মহাকাশযানে পাড়ি দিয়েছেন নাসার দুই মহাকাশচারী। ২০১১ সালের পর এই প্রথমবার আমেরিকার মাটি থেকে উৎক্ষেপন হল কোনও মহাকাশযান। এলোন মাস্কের স্পেস এক্স কোম্পানি এই মহাকাশ অভিযানের আয়োজক। গত ২৭ মে উৎক্ষেপনের কথা থাকলেও ফ্লোরিডায় ঝড়ের জন্য তা পিছিয়ে গিয়েছিল। সেখান থেকেই উড়েছে স্পেস এক্সের যানটি। ওই সংস্থা মহাকাশে মানুষ পাঠাতে চায়। এই অভিযান তারই প্রস্তুতি। এই যান পাঠাবে নাসা। এটি রাশিয়ার গুণমানে সয়ুজের বিকল্প। দুই নভোশ্চর বব বেহকেন আর ডগ হার্লে সেই অভিযানের সূত্রপাত করলেন। স্পেস এক্সের ক্রু ড্রাগন ক্যাপসুল আর ফ্যালকন ৯ রকেট যুক্ত করা হয়েছে এই অভিযানে। ফ্যালকন ৯ পৃথিবাতে ফিরে আসে এবং প্রয়োজনে তা ফের ব্যবহার করা যায়।
ইতিহাস তৈরি হল মহাকাশে। এই প্রথম কোনও বেসরকারি মহাকাশযানে পাড়ি দিয়েছেন নাসার দুই মহাকাশচারী। ২০১১ সালের পর এই প্রথমবার আমেরিকার মাটি থেকে উৎক্ষেপন হল কোনও মহাকাশযান। এলোন মাস্কের স্পেস এক্স কোম্পানি এই মহাকাশ অভিযানের আয়োজক। গত ২৭ মে উৎক্ষেপনের কথা থাকলেও ফ্লোরিডায় ঝড়ের জন্য তা পিছিয়ে গিয়েছিল। সেখান থেকেই উড়েছে স্পেস এক্সের যানটি। ওই সংস্থা মহাকাশে মানুষ পাঠাতে চায়। এই অভিযান তারই প্রস্তুতি। এই যান পাঠাবে নাসা। এটি রাশিয়ার গুণমানে সয়ুজের বিকল্প। দুই নভোশ্চর বব বেহকেন আর ডগ হার্লে সেই অভিযানের সূত্রপাত করলেন। স্পেস এক্সের ক্রু ড্রাগন ক্যাপসুল আর ফ্যালকন ৯ রকেট যুক্ত করা হয়েছে এই অভিযানে। ফ্যালকন ৯ পৃথিবাতে ফিরে আসে এবং প্রয়োজনে তা ফের ব্যবহার করা যায়।
Post a Comment
Thank You for your important feedback