বিক্ষোভে আন্ডারগ্রাউন্ড বাঙ্কারে লুকোতে হল ট্রাম্পকে


গণবিক্ষোভের ধাক্কায় আন্ডারগ্রাউন্ডে লুকোতে হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। পুলিশের হাতে এক নিরস্ত্র কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের নির্মম হত্যার প্রতিবাদে ওয়াশিংটনে প্রেসিডেন্টের সরকারি আবাস হোয়াইট হাউসের বাইরে বিরাট বিক্ষোভ হয়। ধাতব ব্যারিকেড ভেঙে, বোতল ছুঁড়ে বারবার তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের হটাতে পুলিশকে কাঁদানে গ্যাস, ফ্ল্যাশ গ্রেনেড ছুঁড়তে হয়। শুক্রবার সারারাত চলে বিক্ষোভ। বিক্ষোভের সময় স্বল্প সময়ের জন্য ট্রাম্পকে আন্ডারগ্রাউন্ড বাঙ্কারে নিয়ে যেতে হয়েছিল। ঘণ্টাখানেক সেখানে থাকার পর ট্রাম্পকে উপরে নিয়ে আসা হয়। তাঁর স্ত্রী মেলানিয়াও তাঁর সঙ্গে ছিলেন কিনা তা জানা যায়নি। বাইরে বেরিয়ে ট্রাম্প জানান, তিনি ভালো আছেন। সেইসঙ্গে তিনি বিরোধী ডেমোক্রাট মেয়রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এর পাল্টা সমাবেশ করে তিনি দেখিয়ে দেবেন। আটক করা হয়েছে ৬ বিক্ষোভকারীকে। ওয়াশিংটন ছাড়াও আমেরিকার ৪০টি শহরে জারি করা হয়েছে কার্ফু। ওয়াশিংটনে আগুন ধরানো হয়েছে সেন্ট জর্জ চার্চে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post