করোনা বিধ্বস্ত পাঁচটি রাজ্য নিয়ে দুশ্চিন্তায় কেন্দ্র। গত তিন সপ্তাহের পরিস্থিতি বিচার করে দেখা যাচ্ছে, রাজ্যগুলিতে করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে। রাজ্যগুলি হল উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশ। কেন্দ্র বলেছে, অবিলম্বে ওই রাজ্যগুলিতে কনটেনমেন্ট জোনের অবস্থা বিশ্লেষণ করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক অবশ্য দাবি করেছে, ভারতে মৃত্যুর হার পৃথিবীর মধ্যে সবথেকে কম। এখন তা ২.৮৭ শতাংশ। প্রতি লাখে দেশে মৃত্যু হচ্ছে ০.৩ শতাংশ। পাশাপাশি সুস্থ হওয়ার হারও কমছে। এখন তা ৪১.৩১ শতাংশ। এর কৃতিত্ব লকডাউনের জন্যই। সরকারও এতে আশ্চর্য হয়েছে। তবে এর জন্য কোনওভাবে লকডাউন শিথিল করা হচ্ছে না। উল্লেখ্য, মঙ্গলবারই কংগ্রেস নেতা রাহুল গান্ধি বলেছেন, ভারতে লকডাউন ব্যর্থ হয়েছে। তার ফল পাওয়া যায়নি। কেন্দ্র কংগ্রেসশাসিত রাজ্যগুলিকে তাদের পরিকল্পনামতো কাজ করতে দিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
করোনা বিধ্বস্ত পাঁচটি রাজ্য নিয়ে দুশ্চিন্তায় কেন্দ্র। গত তিন সপ্তাহের পরিস্থিতি বিচার করে দেখা যাচ্ছে, রাজ্যগুলিতে করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে। রাজ্যগুলি হল উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশ। কেন্দ্র বলেছে, অবিলম্বে ওই রাজ্যগুলিতে কনটেনমেন্ট জোনের অবস্থা বিশ্লেষণ করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক অবশ্য দাবি করেছে, ভারতে মৃত্যুর হার পৃথিবীর মধ্যে সবথেকে কম। এখন তা ২.৮৭ শতাংশ। প্রতি লাখে দেশে মৃত্যু হচ্ছে ০.৩ শতাংশ। পাশাপাশি সুস্থ হওয়ার হারও কমছে। এখন তা ৪১.৩১ শতাংশ। এর কৃতিত্ব লকডাউনের জন্যই। সরকারও এতে আশ্চর্য হয়েছে। তবে এর জন্য কোনওভাবে লকডাউন শিথিল করা হচ্ছে না। উল্লেখ্য, মঙ্গলবারই কংগ্রেস নেতা রাহুল গান্ধি বলেছেন, ভারতে লকডাউন ব্যর্থ হয়েছে। তার ফল পাওয়া যায়নি। কেন্দ্র কংগ্রেসশাসিত রাজ্যগুলিকে তাদের পরিকল্পনামতো কাজ করতে দিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
Post a Comment
Thank You for your important feedback