
লকডাউনে গৃহবন্দি গোটা বলিউড। প্রায় দুমাস ধরেই বন্ধ শ্যুটিং। এরমধ্যেই লাইট-সাউন্ড-ক্যামেরার জগতে ফিরলেন অক্ষয় কুমার। তবে সিনেমার শ্যুটিং না, বরং করোনা সংক্রান্ত এক বিজ্ঞাপনের শ্যুটিং করছেন বলিউডের এই জনপ্রিয় নায়ক। কমলিস্তান স্টুডিওতে শ্যুটিং চলছে করোনা দুরত্ব বিধি মেনেই। পরিচালক আর বল্কি জানিয়েছেন, ‘স্বাস্থ্যমন্ত্রকের জন্য এই বিজ্ঞাপন তৈরির কাজ শুরু হয়েছে। মুখে মাস্ক পরে ও ন্যূনতম কর্মী নিয়েই চলছে শ্যুটিং। অভিনয় করছেন অক্ষয় কুমার’। সূত্রের খবর, লকডাউনের পরে আমাদের কী কী দায়িত্ব থাকবে তা নিয়েই বিজ্ঞাপনটি। লকডাউন উঠে গেলে সকলেই কাজে ফিরবেন। তখন কী কী সচেতনতা অবলম্বন গ্রহন করতে হবে। সকলের ও নিজেদের সুরক্ষার জন্য কি ব্যবস্থা নিতে হবে, এই বিজ্ঞাপনে সেটাই দেখানো হবে। পরিচালকের কথায়, শ্যুটিংয়েও আমরা প্রয়োজনীয় সতর্কতা নিয়েছি। সামাজিক দুরত্ব বজায় রেখেই চলছে শ্যুটিং। কয়েকটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই-কে অক্ষয় কুমার জানিয়েছেন, ‘কাজে ফিরলাম সামাজিক দূরত্ব, স্যানিটাইজ করা আউটডোর সেট, জীবাণুবিহীন স্ক্রিন, মাস্ক সহ। ন্যূনতম ক্রু মেম্বার ও অত্যন্ত কড়া প্রোটোকলেই শ্যুটিং হচ্ছে’। উল্লেখ্য, এর আগে প্যাডম্যান, মিশন মঙ্গল ছবিতে পরিচালক আর বল্কির সঙ্গে কাজ করেছেন অক্ষয়।
Post a Comment
Thank You for your important feedback