করোনা আতঙ্গে দীর্ঘদিন বন্ধ টালিগঞ্জের স্টুডিওগুলি। প্রায় দুমাস ধরে বন্ধ শ্যুটিং। তাই টিভি চ্যানেলগুলি পুরোনো সিরিয়াল ফিরিয়ে আনছে দর্শকদের মন রাখতে। কিন্তু কবে ফের চালু হবে শ্যুটিং? এই প্রশ্নের উত্তর খুঁজতে বৈঠকে বসেছিল টলিপাড়া। কিন্তু কোনও সমাধান সূত্র বের হল না সেই বৈঠকে। জানা যাচ্ছে, একেবারেই প্রাথমিক পর্যায়ের আলোচনা হয়েছে। আর্টিস্ট ফোরামের সাধারণ সম্পাদক অরিন্দম গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ফের ২ জুন বৈঠকে বসবেন তাঁরা। শ্যুটিং চালু করা নিয়ে বৃহস্পতিবার বৈঠকে বসেছিলে আর্টিস্ট ফোরাম, প্রডিউসার্স গিল্ড, ইম্পা এবং বিভিন্ন চ্যানেল কর্তৃপক্ষ। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, আর্টিস্ট ফোরামের সাধারণ সম্পাদক অরিন্দম গঙ্গোপাধ্যায়।
এছাড়াও ছিলেন টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাস। জানা গিয়েছে, এদিনের বৈঠকে কীভাবে শ্যুটিং শুরু করা যায় সেটা নিয়ে বিভিন্ন সংগঠনের কাছে মতামত চাওয়া হয়েছে। এই মতামত নিয়েই লকডাউন পরবর্তী সময়ের শ্যুটিং নিয়ে নির্দিষ্ট গাইডলাইন তৈরি করা হবে। অরিন্দম গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, আগামী ২ জুন ফের আলোচনা হবে। সেখানেই লকডাউন পরবর্তী গাইডলাইনের রূপরেখা তৈরি হবে। এরপর সেটা ৪ জুন মন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে জমা দেবে আর্টিস্ট ফোরাম। তারপরই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। উল্লেখ্য, ইতিমধ্যেই রাজ্য প্রশাসন পোস্ট প্রোডাকশনের কাজ শুরুর অনুমতি দিয়েছে। এবার সুরক্ষাবিধি মেনে দ্রুত শ্যুটিং চালু করতে চায় সকলেই। তার জন্যই নতুন গাইডলাইন তৈরি করা হচ্ছে।
Post a Comment
Thank You for your important feedback