২৫টি স্কুলে একই শিক্ষিকা, বেতন বছরে ১ কোটি!


 তিনি একইসঙ্গে ২৫টি স্কুলের শিক্ষিকা। মাইনে পান বছরে ১ কোটি টাকারও বেশি। উত্তরপ্রদেশের কস্তুরবা গান্ধি বালিকা বিদ্যালয়ের ওই শিক্ষিকার এই কীর্তি ধরা পড়ে রাজ্যের বেসিক এডুকেশন বিভাগ তদন্তে ধরা পড়েছে। তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। শিক্ষাবিভাগ এখন সব শিক্ষকের ডিজিটাল তথ্যভাণ্ডার তৈরি করছে। তাতেই দেখা গিয়েছে, সেই শিক্ষিকা একইসহ্গে ২৫টি স্কুলে শিক্ষিকা হিসেবে নিযুক্ত হয়েছেন। একইসঙ্গে তিনি আমেথি, আম্বেদকরনগর, রায়বরেলি, প্রয়াগরাজ, আলিগড় ও অন্যান্য জেলায় শিক্ষিকা হিসেবে নিয়োগ পেয়েছেন। গত ১৩ মাস ধরে এবছরের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি প্রায় ১ কোটি টাকা বেতন হিসেবে পেয়েছেন। তথ্য অনুযায়ী, ওই শিক্ষিকা অনামিকা শুক্লা মৈনপুরী জেলার বাসিন্দা। তাকে নোটিশ পাঠানো হলেও কোনও উত্তর পাওয়া যায়নি। তবে তার বেতন আটকে দেওয়া হয়েছে। (ছবিঃ প্রতিনিধিত্বমূলক)

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post