জুনেই দুটি, আগামী ৩০ দিনে তিনটি গ্রহণ!


 জুনেই দুটি গ্রহণ। আর একমাসে তিনটি গ্রহণ। শুক্রবার হচ্ছে চন্দ্রগ্রহণ। ২১ জুন হবে সূর্যগ্রহণ। আবার ৫ জুলাই হবে চন্দ্রগ্রহণ। শুক্রবার রাত ১১টা ১৬ মিনিট থেকে শুরু হবে চন্দ্রগ্রহণ। এই গ্রহণ উপচ্ছায়া (Penumbral lunar eclipse) । এই গ্রহণ দৃষ্টিগোচর হবে ভারত ছাড়াও ইউরোপ, আফ্রিকা, এশিয়া ও অস্ট্রেলিয়ায়। ২১ জুন সকাল ৯টা ১৫ মিনিট থেকে বলয়াকার সূর্যগ্রহণ। সবথেকে বেশি প্রভাব থাকবে ১২টা ১০ মিনিটে। এই গ্রহণও ভারতে দেখা যাবে। সঙ্গে দক্ষিণ পূর্ব ইউরোপ, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকায়। ৫ জুলাই ফের হবে চন্দ্রগ্রহণ। এটাও উপচ্ছায়া গ্রহণ। ভারতে এই গ্রহণের প্রভাব হবে কম। রাত ১১টা ১৫ মিনিটে শুরু হবে গ্রহণ। এরপরের চন্দ্রগ্রহণ হবে ৩০ নভেম্বর। এবছরের প্রথম গ্রহণ হয়েছিল জানুয়ারি মাসে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post