করোনায় আক্রান্ত পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক



এবার করোনায় আক্রান্ত হলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। শনিবার নিজেই নিজের অসুস্থতার কথা জানিয়েছেন ট্যুইট করে। সেই সঙ্গে তাঁর ভক্তদের অনুরোধ করেছেন তাঁর দ্রুত সুস্থতার কামনা করতে। ট্যুইটে আফ্রিদি লিখেছেন, ‘বৃহস্পতিবার থেকেই অস্বস্তি হচ্ছিল শরীরে। খুব ব্যথা হচ্ছিল। আমি পরীক্ষা করে দেখলাম। আর দুর্ভাগ্যজনক ভাবে আমি এখন কোভিড পজিটিভ। দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য আপনাদের প্রার্থনা চাইছি’। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। উল্লেখ্য, পাকিস্তানে করোনা মহামারী ছড়িয়ে পড়ার পর থেকেই সেদেশের বিভিন্ন এলাকায় ত্রাণ ও রান্না করা খাবার বিলি করেছেন শাহিদ আফ্রিদি। তাঁর নিজের স্বেচ্ছাসেবী সংস্থাকে নিয়ে লকডাউনে আটকে পরা দেশবেসীর পাশে দাঁড়াতে এগিয়ে এসেছিলেন তিনি। পাকিস্তানের সাধারণ মানুষকে করোনা সংক্রমণ থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করে যাওয়া আফ্রিদি নিজেই আক্রান্ত হলেন করোনা ভাইরাসে।
I’ve been feeling unwell since Thursday; my body had been aching badly. I’ve been tested and unfortunately I’m covid positive. Need prayers for a speedy recovery, InshaAllah


13.8K people are talking about this

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post