
ভারত-চিন সীমান্ত নিয়ে দুদেশের উত্তেজনার মধ্যেই শুরু হয়েছে সেনা ও কূটনৈতিক স্তরের বৈঠক। তার চার দিনের মাথায় মুখ খুললেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারভানে। শনিবার এ প্রসঙ্গে নিজের বক্তব্য রাখেন তিনি। সেনাপ্রধান জানিয়ে দিয়েছেন, দফায় দফায় কথা হচ্ছে চিনের সঙ্গে। কোর কম্যান্ডার লেভেলে আলোচনার পর এখন স্থানীয় স্তরে কম্যান্ডারদের মধ্যে কথা চলছে। বৈঠকের পর ভারত ও চিন দু’পক্ষই বেশ কিছু সেনা সরিয়ে নিয়েছে। যে সমস্ত বিষয়গুলি নিয়ে দু’পক্ষের মধ্যে মতপার্থক্য হয়েছিল তাও মিটে যাবে বলে আশাপ্রকাশ করেছেন জেনারেল নারভানে।

দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনার সেই পারদ এখন অনেকটাই নিম্নমুখী বলে জানিয়ে দিয়েছেন তিনি। সংবাদ সংস্থা এএনআই-কে এদিন নারভানে জানিয়েছেন, ‘আমি সকলকে আশ্বস্ত করছি, চিন লাগোয়া সীমান্ত জুড়ে গোটা পরিস্থিতিই নিয়ন্ত্রণে রয়েছে। আমরা ধারাবাহিক ভাবে আলোচনা চালাচ্ছি। দু’পক্ষের কোর কমান্ডার স্তরে বৈঠক শুরু হয়েছিল এবং স্থানীয় কমান্ডারদের স্তরে তা চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে’। উল্লেখ্য, শুক্রবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং চিন নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। যেখানে পুরো পরিস্থিতি সম্বন্ধে তাঁকে অবহিত করিয়েছেন সেনাপ্রধান নারভানে। রাজনাথ সিং আলোচনার ওপর জোর দিলেও শক্ত হাতে মধ্যস্থতা করার পরামর্শ দিয়েছেন বলে সূত্রের খবর। তবে এদিন শুধু চিন নিয়েই নয়, সম্প্রতি নেপাল সীমান্ত নিয়েও যে সমস্যা সৃষ্টি হয়েছে সেটা নিয়েও কথা বলেছেন সেনাপ্রধান। নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক সবসময়ই মজবুত থাকবে। মানুষের সঙ্গে মানুষের নিবিড় যোগাযোগ আছে দুই দেশের মধ্যে বলেও জানিয়ে দিয়েছেন জেনারেল নারভানে।
Post a Comment
Thank You for your important feedback