রাজ্যে ৩০ জুন পর্যন্ত বাড়ল লকডাউন


রাজ্যে লকডাউনের মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়ল। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা জানান। ৩০ জুন পর্যন্ত কেন্দ্র লকডাউনের ঘোষণা করলেও বাংলায় লকডাউনের মেয়াদ ছিল ১৫ জুন। রাজ্যে প্রতিদিনই সংক্রমণ বাড়ার ফলে তা বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হল। রাজ্যে বেড়ে চলেছে সংক্রমণের সংখ্যা। এই অবস্থায় অবস্থা আয়ত্তে আনতে লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা করা হল। সোমবার প্রায় আড়াই মাস পর চালু হয়েছে অফিস। কিন্তু আনলক ওয়ানের শুরু থেকেই প্রতিদিনই লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। মমতা বলেন, গণপরিহণ চালু হয়েছে। ফলে আক্রান্তের সংখ্যা বাড়ছে। পরে আরও অনেক বেশি সংক্রমণের আশঙ্কা রয়ে যাচ্ছে। প্রত্যেককে নিয়ম মেনে চলুন। এদিন আরও কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। ধর্মীয় সভা, বিয়েবাড়ি অথবা যেকোনও অনুষ্ঠানে ১০ জনের পরিবর্তে ২৫ জন পর্যন্ত জমায়েত করা যাবে বলে জানালেন তিনি। পাশাপাশি, সাইকেলের ক্ষেত্রে যে নিষেধ ছিল, সেক্ষেত্রেও ছাড় মিলবে। মুখ্যমন্ত্রী আরও জানান, আগামী ১০ জুন পর্যন্ত ভিন রাজ্য থেকে আরও অনেক ট্রেন আসবে। সব মিলিয়ে ১১ লক্ষেরও বেশি লোক ঢুকে যাবে বাইরে থেকে। ফলে সতর্কতা বজায় রাখতেই হবে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post