লেকটাউনে আক্রান্ত সব্যসাচী দত্ত, শঙ্কুদেব পণ্ডা, মারধোর, গাড়ি ভাঙচুর

 
এবার অসুস্থ দলীয় কর্মীকে দেখতে এসে চরম হেনস্থার শিকার হলেন বিজেপি বিধায়ক সব্যসাচী দত্ত। তারপর বিজেপি নেতা শঙ্কুদের পণ্ডা। দুই বিজেপি নেতার ওপর পরপর হামলার ঘটনা হল সোমবার লেকটাউন এলাকায়। বিজেপি কর্মীদের মারধোর, দুই নেতার গাড়ি ভাঙচুরের পাশাপাশি শঙ্কুর নিরাপত্তার দায়িত্বে থাকা এক সিআইএসএফ জওয়ানকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে। অভিযোগের তির তৃণমূল বিধায়ক তথা দমকলমন্ত্রী সুজিত বসুর অনুগামীদের দিকে। সোমবার দুপুরে লেকটাউনের দক্ষিণদাঁড়িতে এক কর্মীকে দেখতে যান সব্যসাচী দত্ত। সেখানেই বাধার সম্মুখীন হতে হয় বিজেপির নব নিযুক্ত সাধারণ সম্পাদককে।


তাঁর ওপর হামলার অভিযোগও উঠেছে। অভিযোগ, তৃণমূল ও বিধায়ক সুজিত বসুর নামে শ্লোগান দিতে দিতে একদল মানুষ ঘিরে ধরেন বিজেপি বিধায়ককে। পাশাপাশি তাঁরা সব্যসাচী দত্তকে বহিরাগত বলেও শ্লোগান দিতে থাকেন বলে দাবি। এরমধ্যেই সেখানে জড়ো হয় বিজেপি কর্মী-সমর্থকরা। শুরু হয় দুপক্ষের মধ্যে মারামারি। বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন। তাঁদের রাস্তায় ফেলে পেটানো হয়েছে বলেই অভিযোগ। পুরো অভিযোগ উঠেছে শাসকদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এরমধ্যেই নিউটাউনের বিজেপি বিধায়কের গাড়ি ভাঙচুর হয়।
 

তিনি লেকটাউন থানায় অভিযোগ করতে গেলে সেখানেও একপ্রস্ত গোলমাল বাধে দুই দলের কর্মীদের মধ্যে। পুলিশের সামনেই বিধায়ককে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকরা। সব্যসাচী দত্তের অভিযোগ, পুলিশ দাঁড়িয়ে দেখেছে বিজেপি কর্মীদের মারধোর করা হচ্ছে, বাধা দেওয়া তো দূর, তাঁদের উদ্ধার করতেও যায়নি পুলিশ। বেশ খানিকক্ষণ পর পুলিশের হস্তক্ষেপেই গোলমাল থামে। সব্যসাচী দত্ত সল্টলেকের উদ্দেশ্যে ফিরে যান। তাঁর বক্তব্য, এই রাজ্যে কেউ বিরোধী দল করতে পারবে না। দিদির অনুপ্রেরণায় সকলকেই বাধা দেওয়া হবে। আমি বিজেপির এক কর্মীকে দেখতে গিয়েছিলাম। বিজেপি করায় তাঁর বাড়িতে রোজই হামলা চালাচ্ছে শাসকদলের কর্মীরা। পুরো পরিবার ভয়ে ঘরের বাইরে বের হতে পারছেন না। কিন্তু আমি যেতেই আমাকে ঘিরে বিক্ষোভ শুরু করে তৃণমূল সমর্থকরা। তাঁদের লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হয়েছে বলেও অভিযোগ সব্যসাচী দত্তের। সূত্রের খবর, সব্যসাচীর উপরে হামলার খবর পেয়ে লেকটাউনে পৌঁছন আর এক বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডা। তিনি লেকটাউন থানার সামনে পৌঁছতেই, তাঁর উপরেও হামলা হয়। যদিও তিনি আক্রমণের শিকার না হলেও তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা এক সিআইএসএফ জওয়ান রক্তাক্ত হয়েছেন। তাঁকে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শঙ্কুর গাড়িটিও ব্যাপক ভাঙচুর করা হয়েছে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post